ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo বগুড়ায় উদীচীর ওপর হামলা কিশোরগঞ্জে গানে গানে প্রতিবাদ কর্মসূচি পালিত Logo বাগেরহাটে যুবদলের দুইটি শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন Logo ঝিনাইগাতী সীমান্তে পরিত্যক্ত ৩০০ বোতল মদ উদ্ধার Logo পঞ্চগড়ে ৫ দফা দাবিতে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান Logo গোলাপগঞ্জে কুরআন অবমাননাকারীর শাস্তির দাবি, ওসির সঙ্গে মতবিনিময় Logo টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার করা ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  Logo গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণে সিম-মোবাইল উদ্ধার Logo নওগাঁয় মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ৩৬ জন Logo নওগাঁয় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জয়পুরহাটে এক নারীকে রাতভর গণধর্ষণ,আটক-২

নওগাঁয় মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ৩৬ জন

মোঃ কামরুল হাসান, নওগাঁ সদর প্রতিনিধি 
  • আপডেট সময় : ০১:৪২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মেধায় নিয়োগ পেয়েছেন নওগাঁর ৩৬ জন চাকুরীপ্রার্থী। মাত্র ১২০ টাকার সরকারি ফি জমা দিয়ে নিজের মেধায় স্বপ্নের চাকরি পেলেন তারা। বৃহস্পতিবার রাতে নওগাঁ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পরীক্ষার প্রাথমিক ফলাফল ঘোষণা করেন জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। জানা যায়, শারীরিক যোগ্যতা, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ ৪৪৫ জন প্রার্থীর মধ্যে থেকে লিখিত পরীক্ষায় পাস করেন ৬৯ জন। পরে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা। পরবর্তীতে চূড়ান্ত যাচাই শেষে ৩৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।

ফলাফল ঘোষণার সময় পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতা অনুসরণ করা হয়েছে। কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই যারা উত্তীর্ণ হয়েছেন তারা প্রকৃত অর্থেই গর্বিত হওয়ার মতো একটি অর্জন করেছে। তিনি নিয়োগ প্রাপ্তদের উদ্দেশে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখবে এই প্রত্যাশা করি। পুলিশ সুপার জানান, এ নিয়োগ প্রক্রিয়ার সময় প্রতারণার অভিযোগে ৩জন দালালকে আটক করেছে পুলিশ। উক্ত প্রতারক চক্রটি চাকরি প্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চুক্তি করেছিল। আটকের সময় তাদের কাছ থেকে নগদ টাকা, চুক্তিনামা, ব্যাংকের চেকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলাও দায়ের করা হয়েছে।
উক্ত নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা শারমিন নেলি, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএমএম ওয়াসিম ফিরোজ সহ টিআরসি নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ৩৬ জন

আপডেট সময় : ০১:৪২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

‘সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মেধায় নিয়োগ পেয়েছেন নওগাঁর ৩৬ জন চাকুরীপ্রার্থী। মাত্র ১২০ টাকার সরকারি ফি জমা দিয়ে নিজের মেধায় স্বপ্নের চাকরি পেলেন তারা। বৃহস্পতিবার রাতে নওগাঁ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পরীক্ষার প্রাথমিক ফলাফল ঘোষণা করেন জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। জানা যায়, শারীরিক যোগ্যতা, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ ৪৪৫ জন প্রার্থীর মধ্যে থেকে লিখিত পরীক্ষায় পাস করেন ৬৯ জন। পরে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা। পরবর্তীতে চূড়ান্ত যাচাই শেষে ৩৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।

ফলাফল ঘোষণার সময় পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতা অনুসরণ করা হয়েছে। কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই যারা উত্তীর্ণ হয়েছেন তারা প্রকৃত অর্থেই গর্বিত হওয়ার মতো একটি অর্জন করেছে। তিনি নিয়োগ প্রাপ্তদের উদ্দেশে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখবে এই প্রত্যাশা করি। পুলিশ সুপার জানান, এ নিয়োগ প্রক্রিয়ার সময় প্রতারণার অভিযোগে ৩জন দালালকে আটক করেছে পুলিশ। উক্ত প্রতারক চক্রটি চাকরি প্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চুক্তি করেছিল। আটকের সময় তাদের কাছ থেকে নগদ টাকা, চুক্তিনামা, ব্যাংকের চেকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলাও দায়ের করা হয়েছে।
উক্ত নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা শারমিন নেলি, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএমএম ওয়াসিম ফিরোজ সহ টিআরসি নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা।