নওগাঁয় শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট, জরিমানা ও হাইড্রোলিক হর্ন ধ্বংস

- আপডেট সময় : ১৩৯ বার পড়া হয়েছে
‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় নওগাঁ সদরের বরুনকান্দি বাইপাস এলাকায় গতকাল বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রশান্ত কুমার।
অভিযান চলাকালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ৬টি ট্রাকের মালিকদের কাছ থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ট্রাকগুলোতে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় যানবাহন চালক ও শ্রমিকদের মাঝে শব্দদূষণ রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং পরিবহনের গায়ে সচেতনতামূলক স্টিকার সেঁটে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। মোবাইল কোর্ট পরিচালনার সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন নওগাঁ জেলা আনসারের একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।