নওগাঁয় সাহিত্য পরিষদের দুই দিনব্যাপী লেখক সম্মেলন ও ‘কাহৃপা সাহিত্য পদক ২০২৫’
- আপডেট সময় : ১৩২ বার পড়া হয়েছে
নওগাঁয় সাহিত্য পরিষদের দুই দিনব্যাপী লেখক সম্মেলন ও ‘কাহৃপা সাহিত্য পদক ২০২৫’ অনুষ্ঠিত কবি মজিদ মাহমুদ ও অনুবাদক খসরু চৌধুরী পুরস্কৃত, মাসুদ হাসান তুহিনের সাহিত্যবিষয়ক বক্তব্য শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে।
নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে শুক্রবার ও শনিবার (১৮ ও ১৯ জুলাই ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বর্ণাঢ্য লেখক সম্মেলন ও ‘কাহৃপা সাহিত্য পদক ২০২৫’।
সাহিত্য, সংস্কৃতি ও সমাজচর্চার অনন্য এ আয়োজনে সারাদেশের সাহিত্যপ্রেমী, লেখক ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হাসান হাফিজ—জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত কথাশিল্পী আতাউল হক সিদ্দিকী এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মাসুদ হাসান তুহিন।
উক্ত লেখক সম্মেলনে বাংলার সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্য, সংকট এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।
বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মাসুদ হাসান তুহিন তার ভাষণে বলেন—
‘সাহিত্য একটি জাতির আত্মা, আর সংস্কৃতি সেই আত্মার প্রকাশ। আমাদের সাহিত্যচর্চা যত গভীর হবে, আমাদের সমাজ ততটাই আলোকিত হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলা সাহিত্য কেবল ভাষার বাহন নয়, এটি জাতির ইতিহাস, আত্মত্যাগ ও মূল্যবোধের ধারক। লেখকদের দায়িত্ব সমাজের সত্য, ইতিহাস ও নৈতিক মূল্যবোধ সাহিত্যের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।’
তাঁর বক্তব্য উপস্থিত সাহিত্যিক, পাঠক ও সাংস্কৃতিক কর্মীদের হৃদয় ছুঁয়ে যায় এবং সবার মাঝে নতুন অনুপ্রেরণা জাগায়।
সম্মেলনে ‘কাহৃপা সাহিত্য পদক ২০২৫’ প্রদান করা হয় কবি মজিদ মাহমুদ (কবিতায়) ও খসরু চৌধুরী (অনুবাদ সাহিত্যে) কে। পদকপ্রাপ্তদের হাতে দশ হাজার টাকার সম্মানী চেক, সনদ ও উত্তরীয় তুলে দেওয়া হয়।
সৌজন্যে মাসুদ হাসান তুহিন—বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ—পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মানী চেক তুলে দেন এবং তাঁদের সম্মানার্থে ফুলেল শুভেচ্ছা জানান।
লেখক সম্মেলনে সাংস্কৃতিক পরিবেশনা ও সাহিত্য পাঠের মাধ্যমে দুই দিনের আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
নওগাঁ সাহিত্য পরিষদের এমন উদ্যোগকে সকলেই অভিনন্দন জানান এবং আগামী দিনে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

















