নওগাঁয় ২শ বছরের পুরনো মন্দিরে পূজা উৎযাপন করে আসছে ভক্তরা

- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
প্রায় ২শ বছেেরর পুরোনো শ্রী শ্রী জয় কালিমাতা ও শ্রী শরৎ কালি মন্দিরের নিয়মিত পূজা উৎযাপন করে আসছে নওগাঁর ঠাকুর মান্দার জমিদার পরিবার। গত বৃহস্পতিবার সকাল থেকে দিন ব্যাপি চলে পূজা। মান্দা উপজেলার ঠাকুর মান্দার জমিদার অমিত রায়ের উত্তরসুরী অশোক রায় বাপ্পির উদ্যোগে বছরের পর বছর ধরে চলে এই পূজা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমিদার পরিবারের আরেক উত্তরসুরী দেবাশীষ রায়, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনসহ জমিদার পবিারের সকল সদস্যবৃন্দ।
পূজা শেষে অশোক রায় বাপ্পি বলেন, এই শ্রী শ্রী জয় কালিমাতা ও শ্রী শরৎ কালি মন্দিরটি ১৮৫৫ সালে আমাদের পূর্ব পুরুষ প্রতিষ্ঠা করেছিল। প্রায় ২শত বছর পূর্বে। রাজ খাড়া কসবা মান্দার দেবোত্তর ষ্টেট এর পক্ষ রায় বাহাদুর এই মন্দিরটি নির্মান করেন। ২শ বছরের ঐতিহ্য। প্রতি বছর ব্যাপক জাকজমকের সাথে এই মন্দিরে পূজা অর্চনা করা হতো। দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত আসতো এখানে। ভোগ বিতরণ, পাঠা বলিসহ বিশাল আয়োজনে হতো মনসা পূজা। কিন্তু ১৯৫০ সালে জমিদারী প্রথা বিলুপ্তির পর সরকার সমস্ত সম্পত্তি কবজায় নেওয়ায় বন্ধ হয়ে যায় মন্দিরের সেই কার্যক্রম। পরবর্তীতে ১৯৭৫ সাল থেকে পুনরায় শুরু হয় পুজা। নিয়ামতপুর ও মান্দা উপজেলার হাজার হাজার হিন্দু সম্প্রদায় আসে এই অনুষ্ঠানে। তারই ধারাবাহিকতায় এবারও উৎযাপন করা হলো মসনা পূজা।