ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

নওগাঁর মান্দায় বাবাকে চিঠি লিখে এক কিশোরীর নিঃশব্দ বিদায়

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“আপনি আমার জীবনটা তচনচ করে দিসেন… আপনি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিয়েছেন” এমনই করুণ অভিযোগে ভরা একটি চিঠি লিখে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে গতকাল শনিবার (২৬ জুলাই) নবম শ্রেণির ছাত্রী আফরিন আক্তার রিভা (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রিভা পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামের মো. আকবর হোসেনের মেয়ে। তিনি পানি উন্নয়ন বোর্ডে চাকরির সুবাদে নীলফামারীর সৈয়দপুরে অবস্থান করেন। সন্তানদের পড়াশোনার জন্য প্রসাদপুর বাজারে একটি ভাড়া বাসা নেন। মাত্র ২ সপ্তাহ আগে দ্বিতীয় স্ত্রীকে ওই বাসায় নিয়ে আসেন আকবর হোসেন। এরপর থেকেই বাড়তে থাকে পারিবারিক অশান্তি।
নিহতের ভাই জানান, গত শুক্রবার (২৫ জুলাই) রাতে মোবাইলে কথা বলা নিয়ে রিভার সঙ্গে তার সৎ মায়ের বাকবিতণ্ডা হয়। এরপর তিনি সৎ বোনদের সঙ্গে না ঘুমিয়ে পাশের একটি কক্ষে একা ঘুমাতে যান। গতকাল শনিবার সকাল পর্যন্ত কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। ঘটনার পর থেকেই সৎ মা ও সৎ বোন পলাতক রয়েছেন।
চিঠির শেষ অংশে বাবা আকবর হোসেনকে উদ্দেশ করে রিভা অনুরোধ করে যায় “আপনি যেনো আমার গায়ে হাত না দেন, আমার কবরে মাটি না দেন, নাহলে আমি জাহান্নামেও শান্তি পাব না।”
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁর মান্দায় বাবাকে চিঠি লিখে এক কিশোরীর নিঃশব্দ বিদায়

আপডেট সময় :

“আপনি আমার জীবনটা তচনচ করে দিসেন… আপনি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিয়েছেন” এমনই করুণ অভিযোগে ভরা একটি চিঠি লিখে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে গতকাল শনিবার (২৬ জুলাই) নবম শ্রেণির ছাত্রী আফরিন আক্তার রিভা (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রিভা পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামের মো. আকবর হোসেনের মেয়ে। তিনি পানি উন্নয়ন বোর্ডে চাকরির সুবাদে নীলফামারীর সৈয়দপুরে অবস্থান করেন। সন্তানদের পড়াশোনার জন্য প্রসাদপুর বাজারে একটি ভাড়া বাসা নেন। মাত্র ২ সপ্তাহ আগে দ্বিতীয় স্ত্রীকে ওই বাসায় নিয়ে আসেন আকবর হোসেন। এরপর থেকেই বাড়তে থাকে পারিবারিক অশান্তি।
নিহতের ভাই জানান, গত শুক্রবার (২৫ জুলাই) রাতে মোবাইলে কথা বলা নিয়ে রিভার সঙ্গে তার সৎ মায়ের বাকবিতণ্ডা হয়। এরপর তিনি সৎ বোনদের সঙ্গে না ঘুমিয়ে পাশের একটি কক্ষে একা ঘুমাতে যান। গতকাল শনিবার সকাল পর্যন্ত কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। ঘটনার পর থেকেই সৎ মা ও সৎ বোন পলাতক রয়েছেন।
চিঠির শেষ অংশে বাবা আকবর হোসেনকে উদ্দেশ করে রিভা অনুরোধ করে যায় “আপনি যেনো আমার গায়ে হাত না দেন, আমার কবরে মাটি না দেন, নাহলে আমি জাহান্নামেও শান্তি পাব না।”
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”