ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

নওগাঁ শহরে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার (৬ অক্টোবর ২০২৫) নওগাঁ শহরের থানার মোড়, সি অফিস বাজার, রমজানের মোড়, বালুডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার, উকিলপাড়া, কাজীরমোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন নওগাঁ সদর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী রাজনীতিবিদ ও সমাজসেবক মো. মাসুদ হাসান তুহিন।
“সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। এসময় তিনি লিফলেটের মাধ্যমে জনগণকে প্রতিটি দফার মূল বক্তব্য অবহিত করেন এবং কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করেন।
মাসুদ হাসান তুহিন বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি একটি সুস্পষ্ট উন্নয়ন রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়ন হলে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।”
তিনি আরও উল্লেখ করেন, “আমার রাজনীতি মানুষের জন্য, বিভেদ নয় ঐক্যের। জনগণের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়াই আমার লক্ষ্য।”
গণসংযোগে অংশ নেওয়া ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, মানুষের কাছে গিয়ে সত্য তুলে ধরা এবং রাজনৈতিক অঙ্গীকারের কথা জানানো জনগণের আস্থা অর্জনের পথকে সুদৃঢ় করে।
লিফলেট বিতরণ ও গণসংযোগে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁ শহরে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

আপডেট সময় :

সোমবার (৬ অক্টোবর ২০২৫) নওগাঁ শহরের থানার মোড়, সি অফিস বাজার, রমজানের মোড়, বালুডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার, উকিলপাড়া, কাজীরমোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন নওগাঁ সদর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী রাজনীতিবিদ ও সমাজসেবক মো. মাসুদ হাসান তুহিন।
“সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। এসময় তিনি লিফলেটের মাধ্যমে জনগণকে প্রতিটি দফার মূল বক্তব্য অবহিত করেন এবং কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করেন।
মাসুদ হাসান তুহিন বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি একটি সুস্পষ্ট উন্নয়ন রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়ন হলে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।”
তিনি আরও উল্লেখ করেন, “আমার রাজনীতি মানুষের জন্য, বিভেদ নয় ঐক্যের। জনগণের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়াই আমার লক্ষ্য।”
গণসংযোগে অংশ নেওয়া ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, মানুষের কাছে গিয়ে সত্য তুলে ধরা এবং রাজনৈতিক অঙ্গীকারের কথা জানানো জনগণের আস্থা অর্জনের পথকে সুদৃঢ় করে।
লিফলেট বিতরণ ও গণসংযোগে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।