নগরকান্দায় উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে দখল মুক্ত হলো কুমার নদ

- আপডেট সময় : ১০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন এর পোড়াদিয়া গ্রামের ওহিদ মাতুব্বর নামে এক ব্যক্তি কুমার নদীর পাড় দখল করে ঘর নির্মাণ করছে।কুমার নদীর পাড় দখল করে ঘর নির্মাণ কাজ চলমান থাকার খবর স্হানীয় ভাবে উপজেলা প্রশাসন জানতে পারে এবং ২৭ জুন শুক্রবার বিকাল ৪ টায় অভিযান পরিচালনার করেন। ঘরটি অপসারণের মধ্য দিয়ে কুমার নদীর পাড় দখলদারীর হাত থেকে মুক্ত করেন।
কুমার নদীর পাড়ে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করার বিষয় ওহিদ মাতুব্বর বলেন, আমাদের জায়গা নদীতে একোয়ার করে নেয় কিন্তু জায়গা ভোগ দখলে নিজেরাই আছি। আমি ঘর উত্তোলন করছি সরকারের বা নদীর কাজে যখন লাগবে আমরা তখন ছেড়ে দিব।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দবির উদ্দীন বলেন,কুমার নদীর পাড়ে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করার খবর জেনে নদী রক্ষায় দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করি।সরকারি জায়গায় দখল মুক্ত করতে আমাদের অভিযান চলমান থাকবে।