নগরকান্দায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা
- আপডেট সময় : ২৪৭ বার পড়া হয়েছে
“জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত হয়েছে শপথ গ্রহণ ও আলোচনা সভা। ২৬ জুলাই সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় আয়োজনে অংশ নিয়ে লাখো কণ্ঠে শপথ পাঠে সংযুক্ত হন অংশগ্রহণকারীরা। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সমাজ গঠনে করণীয় বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবিরউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ হিল আবরার, সমাজসেবা কর্মকর্তা কাজী নেমেরী, মহিলা বিষয়ক কর্মকর্তা কাকুতি দত্ত।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ ও রফিকুজ্জামান অনু, জামায়াতে ইসলামীর পৌর আমির হাফেজ সাখাওয়াত হোসেন, ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা কামরুজ্জামান, এনসিপির প্রতিনিধি নাজমুল হাসান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. নাসিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “সমাজ গঠনে ইতিবাচক মনোভাব, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যমে একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ নির্মাণ সম্ভব।” তারা সবাইকে সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, জুলাই মাসজুড়ে দেশব্যাপী সমাজ সচেতনতা ও মানবিক মূল্যবোধ উন্নয়নে ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচি পালন করছে সরকার। তারই অংশ হিসেবে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
















