নড়াইলে আটকে রেখে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে

- আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
নড়াইলে আহাদ মোল্যা নামে এক যুবক কে ঘরের ভিতর আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ উঠেছে আনিচ বিশ্বাসের বিরুদ্ধে। আনিচ বিশ্বাস নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামে হাসান বিশ্বাসের ছেলে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার আড়পাড়া গ্রামের চাঁদ মোল্যার স্ত্রী আশেয়া বেগম ও তার ছেলে আহাদ মোল্যা তাদের পুরাতন বাড়ি আগদিয়া গ্রামে যান। এসময় আনিচ বিশ্বাস তার সঙ্গীয় লোকজন নিয়ে আহাদ মোল্যা কে পার্শ্ববর্তী একটি ঘরের ভিতর আটকে রেখে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন । এসময় আহাদের মায়ের চিৎকারে স্থানীয় লোকজন এসে আহাদ কে উদ্ধার করেন। টাকা না দিলে জানে মেরে ফেলার হুমকি দেয়। সেই সাথে আগদিয়া গ্রাম না যাওয়ার কথা বলে।
চাঁদ মোল্যার স্ত্রী আয়েশা বেগম বলেন, আনিচ আমার ছেলে কে ঘরের ভিতর আটকিয়ে রেখে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আমি পুলিশ কে জানাব বললে আমাকে জানে মেরে ফেলার হুমকি দেয়। পুলিশ ক্যাম্পে যেতে গেলে পথিমধ্যে আনিস তার লোক নিয়ে বসে থাকে ভয়ে আমি যেতে পারিনি। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত আনিচ বিশ্বাসের মোবাইল ফোনে একাধিক বার কল দিলে? পরে তিনি রিসিভ করলে সাংবাদিক পরিচয় দিলে ফোনটি কেটে দেয়। পরে তার ফোন খোলা পাওয়া যায়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।