সংবাদ শিরোনাম ::
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে ৩জন গ্রেফতার
কাজী হাফিজুর রহমান, নড়াইল
- আপডেট সময় : ০৯:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
নড়াইলে সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশীয় বিভিন্ন সরঞ্জামাদিসহ তিনজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিাবর (২৪ অক্টোবর) দুপুরে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নড়াইল আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, ভোর রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের চর-বালিদিয়া গ্রামে অভিযান চালিয়ে ৫টি ব্যারেলের তৈরি ঢাল, ৫টি বল্লম ও ৩ টি কোচ উদ্ধার কওে এবং লাল চান (৩২), ওসমান মোল্যা (৪৪) ও সাদ্দাম মোল্যাকে (৩০) গ্রেফতার করে।
গত ১৮ অক্টোবর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হয়।
আহতরা নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। এ ঘটনায়
লোহাগড়া থানায় মামলা হয়েছে।