নন্নী শাাহীন স্কুলে ক্রিকেট খেলার আড়ালে অবৈধ র্যাফেল ড্র!

- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ীতে ক্রিকেট খেলার আড়ালে শাহীন স্কুল নন্নীবাজার শাখায় অবৈধ র্যাফেল ড্র (লটারী) পরিচালিত হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার শাহীন স্কুল নন্নীবাজার শাখায় সরকারি অনুমোদন ছাড়া অবৈধ র্যাফেল ড্র পরিচালনার নামে উক্ত স্কুলের পরিচালক শাহ আলম ও আনোয়ার হোসেন অত্র লটারীর আয়োজন করেন।
জানাগেছে,অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ও অভিভাবকদের মাঝে প্রতি টিকেট ২০ ও ১০ টাকা করে প্রায় ১২ শ টিকেট বিক্রি করে মাত্র ২০ টি কম দামের পুরস্কার প্রদানের বিপরিতে হাজার-হাজার টাকা হাতিয়ে নিয়েছে ওই শাখার কর্তৃপক্ষ।এছাড়াও শিক্ষার্থীদের মাঝে টি শার্ট ও খাবার বিতরনের জন্য আরো ৪ শত করে টাকা উত্তোলন করেন শাখা পরিচালকদ্বয়।
শিক্ষা প্রতিষ্ঠানে লটারীর নামে অনৈতিক কর্মকাণ্ডে অনেকের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। যেন দেখার কেউ নেই?
এ ব্যাপারে শাহীন স্কুল নন্নীবাজার শাখার পরিচালক ও লটারীর আয়োজক শাহ আলম সাংবাদিকদের জানান,ক্রিকেট খেলা অনুষ্ঠানে র্যাফেল ড্র (লটারী) র জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি সাংবাদিকদের বলেন,শাহীন স্কুল নন্নীবাজার শাখায় লটারী বা র্যাফেল ড্র সম্পর্কে আমি কিছু জানিনা,আমাকে কেউ কিছু জানায়নি। শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের আয়োজন অনৈতিক।এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।