ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

নবীনগরে ইয়াবাসহ গ্রেপ্তার-৩

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকালে উপজেলার পৌর এলাকার পদ্মপাড়া নিলিমা ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পৌর এলাকার খাজানগর গ্রামের জীবন মিয়ার ছেলে মুক্তার হোসেন বাবু (৩৮), তাঁর স্ত্রী আয়েশা বেগম (৩০) ও উপজেলার নরসিংহপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মাহাবুব (৩৫)।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ার নিলিমা ভবনে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮টি মোবাইল ও বেশ কিছু নগদ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুক্তার হোসেন বাবুর বিরুদ্ধে নবীনগর থানায় ৬টি মাদক মামলা রয়েছে। এছাড়াও সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম বলে জানা যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনূর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে এই ইয়াবা সম্রাট বাবু ও তাঁর স্ত্রীসহ তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক আদালতে প্রেরণ করা হবে। আমাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে ইয়াবাসহ গ্রেপ্তার-৩

আপডেট সময় :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকালে উপজেলার পৌর এলাকার পদ্মপাড়া নিলিমা ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পৌর এলাকার খাজানগর গ্রামের জীবন মিয়ার ছেলে মুক্তার হোসেন বাবু (৩৮), তাঁর স্ত্রী আয়েশা বেগম (৩০) ও উপজেলার নরসিংহপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মাহাবুব (৩৫)।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ার নিলিমা ভবনে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮টি মোবাইল ও বেশ কিছু নগদ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুক্তার হোসেন বাবুর বিরুদ্ধে নবীনগর থানায় ৬টি মাদক মামলা রয়েছে। এছাড়াও সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম বলে জানা যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনূর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে এই ইয়াবা সম্রাট বাবু ও তাঁর স্ত্রীসহ তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক আদালতে প্রেরণ করা হবে। আমাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।