নবীনগরে এসএসসি উত্তীর্ণ ও ৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
- আপডেট সময় : ১০৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে ২০২৫ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ও জিপিএ-৫ পাওয়া ৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার সকালে কলেজের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদের সভাপতিত্বে এবং শিক্ষক ও সাংবাদিক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নিংবডির সভাপতি মো. সুমন মিয়া। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য শফিকুল ইসলাম ও আমজাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করাই শিক্ষার মূল লক্ষ্য। শিক্ষকদের অবদান ও মা-বাবার আদর্শকে স্মরণ রেখেই সামনে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

















