ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

নবীনগরে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের কৃষি উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধনী হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে স্থানীয় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার কৃষকদের মাঝে বীজ ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। চলতি মৌসুমে ৫১৯৫ জন কৃষকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, রাসায়নিক সার দেওয়া হবে। এরমধ্যে সরিষা ৩৫০০ জন, বোরো ধান ১২০০ জন, গম ২০০ জন, মসুর ১৫৫ জন, সূর্যমুখী ৭০ জন, বাদাম ৭০ জন কৃষক।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্তের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসল উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রণোদনার ফলে কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফলন বৃদ্ধি ও কৃষিতে স্বনির্ভরতা অর্জনে আরও উৎসাহিত হবেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় :

সরকারের কৃষি উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধনী হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে স্থানীয় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার কৃষকদের মাঝে বীজ ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। চলতি মৌসুমে ৫১৯৫ জন কৃষকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, রাসায়নিক সার দেওয়া হবে। এরমধ্যে সরিষা ৩৫০০ জন, বোরো ধান ১২০০ জন, গম ২০০ জন, মসুর ১৫৫ জন, সূর্যমুখী ৭০ জন, বাদাম ৭০ জন কৃষক।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্তের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসল উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রণোদনার ফলে কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফলন বৃদ্ধি ও কৃষিতে স্বনির্ভরতা অর্জনে আরও উৎসাহিত হবেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।