সংবাদ শিরোনাম ::   
                            
                            নবীনগরে নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
																
								
							
                                
                              							  আবদুল হাদী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)									
								
                                
                                - আপডেট সময় : ১২০ বার পড়া হয়েছে
 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীর শাখা বুড়ি নদীতে গোসলে নেমে দুই নৌকার চাপায় লামিম খান (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে নবীনগর পৌর এলাকার মাঝিকাড়ার পাশের নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লামিম খান নবীনগর উপজেলার মাঝিকাড়া গ্রামের দক্ষিণপাড়া খাঁ বাড়ির বাসিন্দা হানিফ খাঁর একমাত্র ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, লামিম খান বন্ধুদের সঙ্গে তিতাস নদীতে গোসল করতে নামে। এ সময় দুটি নৌকার মাঝখানে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয় সে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও হতাশা বিরাজ করছে।
																			















