ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

নবীনগরে যুবদল নেতার ওপর হামলায় নিন্দা

নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান।
আজ শনিবার সাংবাদিকদেরকে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, “একজন রাজনীতিবিদের উপর এ ধরনের বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, গণতান্ত্রিক রাজনীতির ওপর আঘাত।”
তিনি আরও বলেন, “যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়। প্রশাসনকে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপকর্ম করার সাহস না পায়।”
অ্যাডভোকেট মান্নান আহত যুবনেতা মফিজুর রহমান মুকুলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবার ও সহকর্মীদের প্রতি সহমর্মিতা জানান।
তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য,শুক্রবার রাতে আনুমানিক ৮টার দিকে পদ্মপাড়া নিজ বাড়ির সামনে বিএনপি নেতা ও যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তদের গুলিতে আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে যুবদল নেতার ওপর হামলায় নিন্দা

আপডেট সময় :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান।
আজ শনিবার সাংবাদিকদেরকে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, “একজন রাজনীতিবিদের উপর এ ধরনের বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, গণতান্ত্রিক রাজনীতির ওপর আঘাত।”
তিনি আরও বলেন, “যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়। প্রশাসনকে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপকর্ম করার সাহস না পায়।”
অ্যাডভোকেট মান্নান আহত যুবনেতা মফিজুর রহমান মুকুলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবার ও সহকর্মীদের প্রতি সহমর্মিতা জানান।
তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য,শুক্রবার রাতে আনুমানিক ৮টার দিকে পদ্মপাড়া নিজ বাড়ির সামনে বিএনপি নেতা ও যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তদের গুলিতে আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়।