ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপির সংবাদ সম্মেলন Logo রাজশাহী বিএনপির নতুন নেতৃত্বে মামুন-রিটন Logo সুন্দরগঞ্জে গরু চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা, এক নারী আটক Logo ২০২৬ সালের নির্বাচন বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ-কাজী নাজমুল হোসেন তাপস Logo শেরপুর জেলার বরবটি যাচ্ছে দেশের বিভিন্ন হাটবাজারে,কৃষকের মূখে হাসি Logo রামগতিতে অর্থের অভাবে চিকিৎসা পাচ্ছেনা, স্কুল ছাত্রী সুমাইয়া Logo মুরাদনগরে ট্রিপল মার্ডারের আসামিরা উপদেষ্টার হেফাজতে, আসামি ধরছে না পুলিশ Logo জয়পুরহাটে অসময়ে টানা তিনদিনের বৃষ্টি, আমন-সবজির ক্ষতির আশঙ্কা Logo আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক গোল টেবিল বৈঠক Logo পঞ্চগড়ে স্বাস্থ্য তহবিলে জামায়াতের ১০ লাখ টাকা অনুদান

নবীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ৫

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
  • আপডেট সময় : ১৬১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া রাধিকা সড়কে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। গত শুক্রবার (০৯/০৫) রাত ১০টার দিকে উপজেলার কনিকাড়া গ্রামের কবরস্থানের পাশে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার শ্রীরামপুর গ্রামের আক্তার খন্দকার (৪২), নবীনগর পূর্ব ইউপির সদস্য বিল্লাল মিয়া (৪৭) ও লাউরফতেহপুর ইউপির আহম্মদপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০)। আহতদের নবীনগর সদর হাসপাতালে পাঠানো হয়েছে আহতরা হলেন, নিহত আক্তারের ভাই ও তার ছোট ছেলে মোঃ সিয়াম (২২), ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামের মোহাম্মদ আরিফ ড্রাইভার (৪০), নবীনগরের মোহাম্মদ জালাল উদ্দিন (৩৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা কনিকাড়া এলাকায় পৌঁছালে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আক্তার খন্দকার নিহত হন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য  কুমিল্লায় নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় আহতদেরও উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে নিহত আক্তার খন্দকার তার অসুস্থ স্ত্রীকে অপারেশনের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার সদরে একটি প্রাইভেট হাসপাতালে শুক্রবার সকালে নিয়ে যায়। অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ভর্তি রেখে রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার সাথে ছিলেন শ্যালক নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ বিল্লাল মিয়া (৫৫) ও তার ভাই সিয়াম (২২), বিল্লাল মেম্বারকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নবীনগর থানার অফিসার ইনচার্জ  আব্দুর রাজ্জাক বলেন, আমরা তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, আমরা এই রোডে দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। গতকাল শনিবার থেকে গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স,  অনভিজ্ঞ ড্রাইভারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং মোটরসাইকেল লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে মোবাইলকোর্ট পরিচালনা করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ৫

আপডেট সময় :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া রাধিকা সড়কে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। গত শুক্রবার (০৯/০৫) রাত ১০টার দিকে উপজেলার কনিকাড়া গ্রামের কবরস্থানের পাশে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার শ্রীরামপুর গ্রামের আক্তার খন্দকার (৪২), নবীনগর পূর্ব ইউপির সদস্য বিল্লাল মিয়া (৪৭) ও লাউরফতেহপুর ইউপির আহম্মদপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০)। আহতদের নবীনগর সদর হাসপাতালে পাঠানো হয়েছে আহতরা হলেন, নিহত আক্তারের ভাই ও তার ছোট ছেলে মোঃ সিয়াম (২২), ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামের মোহাম্মদ আরিফ ড্রাইভার (৪০), নবীনগরের মোহাম্মদ জালাল উদ্দিন (৩৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা কনিকাড়া এলাকায় পৌঁছালে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আক্তার খন্দকার নিহত হন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য  কুমিল্লায় নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় আহতদেরও উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে নিহত আক্তার খন্দকার তার অসুস্থ স্ত্রীকে অপারেশনের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার সদরে একটি প্রাইভেট হাসপাতালে শুক্রবার সকালে নিয়ে যায়। অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ভর্তি রেখে রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার সাথে ছিলেন শ্যালক নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ বিল্লাল মিয়া (৫৫) ও তার ভাই সিয়াম (২২), বিল্লাল মেম্বারকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নবীনগর থানার অফিসার ইনচার্জ  আব্দুর রাজ্জাক বলেন, আমরা তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, আমরা এই রোডে দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। গতকাল শনিবার থেকে গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স,  অনভিজ্ঞ ড্রাইভারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং মোটরসাইকেল লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে মোবাইলকোর্ট পরিচালনা করছি।