দিনাজপুর ব্যুরো প্রধান
নব-নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করালেন পৌর বিএনপির মহিউদ্দিন মন্ডল
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
আনন্দমুখর পরিবেশে এবং নানা আয়োজনের মধ্য দিয়ে গত রোববার শেখপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিঃ সদর দিনাজপুর (রেজিঃ নং-১২৭) ত্রি -বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিন মন্ডল বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আব্দুল মজিদ সরকার, মোঃ শাহ মখদুম, এলাকার এলাকার সমাজসেবক মনিরুজ্জামান। শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি মোঃ আব্দুল মান্নান। সমিতির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার সাজেদুর রহমান সাজু, সহকারী নির্বাচন কমিশনার জাহিদ হাসান, আমিনুল ইসলাম, মোসলেম উদ্দিন বাবু, মোঃ সিরাজ, ডাঃ জসিম উদ্দিনকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি মোঃ ফরিদ হোসেন। প্রধান অতিথি মোঃ মহিউদ্দিন মন্ডল বকুল নব-নির্বাচিত সভাপতি মোঃ আইনুল হক, সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আইয়ুব আলী, কার্যনির্বাহী সদস্য মোঃ হাসান আলী, মোঃ আব্দুল মজিদ, মোঃ আজাহার আলী বাবু ও মোঃ রেজাউল ইসলামকে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শপথ পাঠ করান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ মতিয়ার রহমান।


















