নরসিংদীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান
- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
নরসিংদীতে বালিকা উচ্চ বিদ্যানিকতনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নরসিংদী বালিকা উচ্চ বিদ্যানিকতন মাঠে আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী বালিকা উচ্চ বিদ্যানিকেতন ম্যানেজি কমিটির সভাপতি, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি খবিরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ এর গভর্নিং বডি’র সভাপতি মোহাম্মদ ইলিয়াস আলী ভূইয়া, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মো: ইলিয়াস মিয়া, নরসিংদী বালিকা উচ্চ বিদ্যানিকেতন পিটিএ শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি মো: মুকুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী বালিকা উচ্চ বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে খবিরুল ইসলাম বাবুল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের কৃতিত্ব ভবিষ্যতের দ্বার উন্মোচনের একটি ধাপ মাত্র। শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের বিষয় নয়, বরং নৈতিকতা, দেশপ্রেম, সময়ের মূল্য দেওয়া এবং মানুষ হয়ে ওঠার এক নিরবিচার প্রস্তুতি। তোমাদের মধ্যে থেকেই আগামী দিনের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসক ও সমাজ সংস্কারক গড়ে উঠবে। তাই আজ থেকেই লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।



















