নরসিংদীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি

- আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হারুন অর-রশিদ গং কর্তৃক আলমগীর হোসেন নামে এক ব্যক্তির জমি দখল ও বাউন্ডারী দেয়াল ভেঙ্গে ফেলাসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ঘটনাটি ঘটেছে গত ২০ জুলাই সকালে নরসিংদী সদর উপজেলার দক্ষিন শীলমান্দী গ্রামে। নরসিংদী সদর মডেল থানায় গত ২৪.০৭.২৫ইং তারিখে ওই গ্রামের মৃত: মিজানুর রহমান এর ছেলে আলমগীর হোসেন রাজু’র দাখিলকৃত একটি সাধারণ ডাইরী থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে শীলমান্দী মৌজায় দাগ নং-এসএ ১৫৯২, আরএস ৫২১৩ নং দাগে .৫০ শতাংশ জমি নিয়ে একই এলাকার সিরাজুল ইসলাম, জিয়া উদ্দিন জিয়া এবং হারুন অর রশিদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে গত ২৩ জুলাই সকালে উল্লেখিত ব্যক্তিগন আলমগীর হোসেনের জমিতে গিয়ে তাকে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে এবং আলমগীর হোসেনের জমির উপর নির্মিত বাউন্ডারী দেয়াল ভেঙ্গে ফেলার হুমকি দিয়ে বলে আমি দেয়াল না ভাঙ্গলে তারা আমাকে প্রাণে মেরে ফেলবে। বর্তমানে আলমগীর হোসেন উল্লেখিত ব্যক্তিদের ভয়ে জীবনের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এ ব্যাপারে আলমগীর হোসেন স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।