নরসিংদীতে ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

- আপডেট সময় : ০৪:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৭ বার পড়া হয়েছে
ডিস ব্যবসাকে কেন্দ্র করে মিনহাজুল আবেদীন ওরফে রিজভী (৩২) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। গত সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনহাজুল আবেদীন নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দীর বীরপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে।
জানা গেছে, মিনহাজুল আবেদীন এবং তার বন্ধু তৈয়ব এক সাথে দীর্ঘদিন যাবৎ রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ডিস এর ব্যবসা পরিচালনা করে আসছিল। ইতিমধ্যে এ ব্যবসা নিয়ে তাদের মধ্যে দ্বন্ধ দেখা দেয়। পরে তৈয়বকে এ ব্যবসা থেকে বের করে দেন মিনহাজুল। পুরো ডিস ব্যবসাটি তৈয়ব তার নিয়ন্ত্রণে নিয়ে আসে। অত:পর মিনহাজুল পুনরায় এ ব্যবসায় ফিরে আসার লক্ষ্যে আলোচনা করার জন্য তৈয়ব এর ডাকে তার বাড়িতে যায়। এ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা তৈয়ব ও তার সহযোগিরা মিনহাজুলকে প্রথমে গুলি ও পরে নির্মমভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে নরসিংদী মডেল থানার উপপরিদর্শক বেলাল আহমেদ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের বাবা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন জানান, মিনহাজুলকে হত্যা করার জন্যই সম্প্রতি পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় এ বাসাটি ভাড়া নিয়েছিলেন তৈয়ব। রাতে কথা বলার নামে তাঁকে ডেকে আনা হয়েছিল। নির্মমভাবে তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ছেলে হত্যার বিচার চান। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র দাস, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ও নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মিনহাজুল ও তৈয়বের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।