ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নরসিংদীতে ভারতীয় প্রসাধনী বোঝাই কাভার্ড ভ্যান আটক

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

অবৈধভাবে আসা বিভিন্ন ভারতীয় প্রসাধনী বোঝাই একটি কাভার্ড ভ্যান আটক করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। এসময় মো: সাদেক (৪৫) নামে কার্ভাড ভ্যানের চালকের এক সহযোগীকে আটক করা হয়। আটককৃত ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন পণ্যেও আনুমানিক মূল্য এক কোটি টাকা।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন এ তথ্য জানান। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ১১টা নাগাদ ঢাকা-সিলেট
মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার নারায়নপুর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানসহ ১ ব্যক্তিকে আটক করে গোয়েন্দারা।

আটক কাভার্ড ভ্যানটি সিলেট থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী নিয়ে ঢাকায় আসছিলো। এমন গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ভৈরবের দিকে এগুলোতে থাকে। গোয়েন্দারা লাল মিয়ার ফিলিং স্টেশনের সামনে কাভার্ড ভ্যানটকে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়।

কাভার্ড ভ্যানের কি রয়েছে, চালককে জিজ্ঞেস করলে সে দৌড়ে পালিয়ে গেলেও তার সহযোগী সাদেকসহ কাভার্ড ভ্যানটি আটক করা হয়। ভ্যানটি তল্লাশি করে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পাওয়া যায়। কাভার্ড ভ্যানসহ মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।

নরসিংদী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, শুল্ক ফাঁকি দেওয়া পণ্য উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ৬ নভেম্বর রাতে প্রায় ৭০ লাখ টাকার শুল্ক ফাকিঁ দেওয়া ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করা হয়। এবারের অভিযানেও কোটি টাকা মূল্যের উপরে পণ্য উদ্ধার করা হলো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে ভারতীয় প্রসাধনী বোঝাই কাভার্ড ভ্যান আটক

আপডেট সময় : ১০:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

 

অবৈধভাবে আসা বিভিন্ন ভারতীয় প্রসাধনী বোঝাই একটি কাভার্ড ভ্যান আটক করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। এসময় মো: সাদেক (৪৫) নামে কার্ভাড ভ্যানের চালকের এক সহযোগীকে আটক করা হয়। আটককৃত ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন পণ্যেও আনুমানিক মূল্য এক কোটি টাকা।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন এ তথ্য জানান। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ১১টা নাগাদ ঢাকা-সিলেট
মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার নারায়নপুর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানসহ ১ ব্যক্তিকে আটক করে গোয়েন্দারা।

আটক কাভার্ড ভ্যানটি সিলেট থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী নিয়ে ঢাকায় আসছিলো। এমন গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ভৈরবের দিকে এগুলোতে থাকে। গোয়েন্দারা লাল মিয়ার ফিলিং স্টেশনের সামনে কাভার্ড ভ্যানটকে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়।

কাভার্ড ভ্যানের কি রয়েছে, চালককে জিজ্ঞেস করলে সে দৌড়ে পালিয়ে গেলেও তার সহযোগী সাদেকসহ কাভার্ড ভ্যানটি আটক করা হয়। ভ্যানটি তল্লাশি করে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পাওয়া যায়। কাভার্ড ভ্যানসহ মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।

নরসিংদী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, শুল্ক ফাঁকি দেওয়া পণ্য উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ৬ নভেম্বর রাতে প্রায় ৭০ লাখ টাকার শুল্ক ফাকিঁ দেওয়া ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করা হয়। এবারের অভিযানেও কোটি টাকা মূল্যের উপরে পণ্য উদ্ধার করা হলো।