নরসিংদী-২ পলাশ আসনে জনপ্রিয়তার শীর্ষে শীর্ষে এমপি প্রার্থী মো. আমজাদ হোসাইন

- আপডেট সময় : ১১৭ বার পড়া হয়েছে
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -২ পলাশ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনিত জাতীয় সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা সেক্রেটারি ও পলাশ উপজেলাস্থ ইসাখালী ফাজিল (ডিগ্রী) মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোঃ আমজাদ হোসাইন। তিনি দীর্ঘ দিন যাবত বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার সেক্রেটারীর দায়িত্ব পালন করে আসছেন। ইতি মধো তিনি পলাশ উপজেলার রাজনীতিতে জনপ্রিয়তার শীর্যে স্থান করে নেন। তিনি পলাশবাসীকে সুখে দঃখে পাশে থেকে সেবা করে যাচ্ছেন। বিশেয করে করোনা মহামারীর সময়ে এলাকার গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও অর্থ সহায়াতা প্রদান করেছেন। এ ছাড়া ঈদ,বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা ও সামাজ সেবা মূলক কাজে বেশ আগ্রহ করে সহায়তা করে যাচ্ছেন। দুর্দিনে জনগনের পাশে থাকায় তিনি এক জন জনপ্রিয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচিত মুখ মাওলানা মোঃ আমজাদ হোসাইন। তিনিএক জন শিক্ষানুরাগী, সমাজ সেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব। এ ছাড়া তিনি দীর্ঘ দিন যাবত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা সেক্রেটারি দায়িত্ব পালন করে আসছেন। জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ আমজাদ হোসাইন বলেন,দল তাকে মনোনয়ন দিয়েছেন। তাই তিনি বিপুলে ভোটে জয়ী হবেন বলে আশাবাদী। তিনি এ প্রতিনিধি কে বলেন মহান সৃষ্টি কর্তার কৃপায়ে তিনি নির্বাচিত হলে পলাশবাসীকে একটি পূর্ন আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবেন। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী দল কোন প্রতি হিংসার রাজনীতি করে না। সন্ত্রাস এবং চাঁদা বাজীকে প্রশ্রয়দেয় না। তাই তার বড় চ্যালেজ হলো সমাজ থেকে মাদক এবং চাঁদা বাজীকে নির্মূল করা। পাশা পাশি এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন করাই তার প্রধান উদ্দেশ্য। তবে ইতোমধোই তিনি দলীয় প্রার্থী হিসেবে পলাশ বাসীর সাথে বেশ পরিচিতি লাভ করেছেন। মাওলানা মোঃ আমজাদ হোসাইন এক প্রশ্নের উওরে বলেন, আমি আশা করি আমার কর্মকান্ড ও সমাজ সেবা মূলক কাজের উপর ভিওি করে পলাশবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাল্লাহ। তবে তারুন্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক তিনি এই প্রত্যাশা করেন। এলাকাবাসীদের সাথে আলাপ করলে তারা জানান,একজন ধর্মীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ,পরোপকারী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী পলাশ বাসীর উজ্জল নক্ষত্র ইসলাম প্রতিষ্ঠার সৈনিক সবার প্রিয় মূখ অসহায় নিপীড়িত মানুষের বন্ধু বিশিষ্টি সমাজ সেবক মাওলানা মোঃ আমজাদ হোসাইন ইতি মধ্যেই পলাশবাসীর সেবা করে জনগনের মন জয় করে নিয়েছেন। তিনি সব সময় মানুষের সুখে দু:খে খোজ খবর রাখেন। তারমত একজন নেতাকে আমাদের এমপি হিসেবে দেখতে চাই এবং আমরা তাকেই ভোট দিব। সংসদ সদস্য প্রার্থী মোঃ আমজাদ হোসাইন বলেন, মহান সৃষ্টি কর্তা আমাকে অনেক দিয়েছেন । রাজনীতি করে এমপি হয়ে বিওবান হওয়ার কোন ইচ্ছেই আমার নেই। আমি চাই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে এবং মানুষের জন্য কাজ করতে-মানুষের পাশে থাকতে। জন সেবায় নিজকে বিলিয়ে দেয়াই হচ্ছে আমার মূল লক্ষ্য। বৈষম্যহীন,ন্যায়, ইনসাফ পূর্ন মানবিক ও সম্প্রীতির দেশ গড়াই হচ্ছে তার অঙ্গিকার। তিনি সকলের দোয়া প্রার্থী।