নাটোরের ইব্রাহিম হোসেন রনি (ভিপি) পদে নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নাটোর জেলার কৃতি সন্তান ইব্রাহিম হোসেন রনি ( ভিপি )পদে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি মো. ইব্রাহীম হোসেন রনি বলেছেন, দেশে নব্য স্বৈরাচার আর বরদাশত করবেনা না জনগন দেশের মানুষ আর কোনো নব্য স্বৈরাচারের উত্থান দেখতে চায় না। অতীতে ফ্যাসিবাদী আচরণের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা ব্যবহারের যেসব ঘটনা ঘটেছে, জনগণ তা প্রত্যাখ্যান করেছে—ভবিষ্যতেও করবে।
গতকাল সোমবার শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে সভাপতি, নাটোর স্টুডেন্ট ওয়েলস ফেয়ার সোসাইটি নাটোর জেলা মোঃ জাহিদ হাসানের সভাপতিত্বে নাটোর সহর, সদর ও নলডাঙ্গা উপজেলার সর্বস্তরের ছাত্র–জনতার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে চাকসুর ভিপি রনি এ মন্তব্য করেন।
ইব্রাহিম হোসেন রনি বলেন, “৫ মে শাপলা চত্বরসহ অতীতের সব হত্যাযজ্ঞ ও গুম-খুনের বিচার না হলে দেশে কোনো নির্বাচন হতে পারে না। আমরা আর কোনো বাবা-মায়ের চোখে অশ্রু দেখতে চাই না।”
তিনি অভিযোগ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যেসব শিক্ষার্থী পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের পুনর্বাসনে সরকার এখনও কার্যকর সিদ্ধান্ত নিতে পারেনি।অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এখনো রিভিউয়ের সুযোগ রয়েছে। আশা করি সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।”
সংবর্ধনা অনুষ্ঠানে আলী আল মাসুদ মিলনের সার্বিক পরিচালন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জেলা আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ সদর – নলডাঙ্গা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নায়েবে আমির নাটোর জেলা শাখা অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা অধ্যাপক মোঃ সাদিকুর রহমান, ও সহকারী সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাটোর জেলা মোঃ আতিকুল ইসলাম রাসেল, শহর আমিির মাওলানা রাশিদুল ইসলাম রাশেদ, সদর উপজেলা আমির মাওলানা মীর নুরুন্নবী ও ও নলডাঙ্গা উপজেলা আমির মোঃ আব্দুর রব মৃধা সহ আরো অনেকে।
বক্তা গনেরা অতীতের বিভিন্ন রাজনৈতিক ঘটনার বিচার দাবি করে বলেন, “অতীতের গুম-খুন, নিপীড়ন ও নির্যাতনের সত্য উদঘাটনে নতুন তদন্ত প্রয়োজন।”


















