নাটোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
- আপডেট সময় : ১১ বার পড়া হয়েছে
নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস অনুষ্ঠিত। আজ বুধবার ১০ ডিসেম্বর সকাল ১১ টায় ১ নং নাজিরপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন জেন্ডার কমিটির সভাপতি নাজনীন নাহার এর সভাপতিত্বে আন্তর্জাতিক মানবাধিকার দিবস টি পালন করা হয়েছে।
মানবাধিকার আমাদের দৈনিন্দ্য অপরিহার্য বিষয় এই প্রতিপাদ্য সামনে রেখে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেণ করে নাজিরপুর ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। সেখানে একটি আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে যেমন মেয়েদের বিবাহ বয়স কত ছেলেদের বিবাহ বয়স কত জেলা প্রশাসকের নাম কি মানবাধিকার কত তারিখে পালিত হয় ও নারী দিবস কত তারিখে পালিত হয় জেলা লিগ্যাল এইড অফিস কোথায় এগুলো প্রশ্নের মাধ্যমে আলোচনা সভাটি করা হয়েছে।
নিডা সোসাইটি নির্বাহী পরিচালক জাহানারা বিউটি সার্বিক পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী প্রাং প্রধান অতিথি বক্তব্যে বলেন বাল্যবিবাহ দেওয়া যাবেনা ছেলে মেয়েদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে তারা যেন ভুল পথে না যায়, মানবিক হওয়ার শিক্ষা,পরিবার থেকেই দিতে হবে তাহলেই সেই সন্তান মানবিক সন্তান হিসেবে গড়ে উঠবে। সন্তানেরা যেন কোন নেশাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এমন কিছু করা যাবে না যে মানবাধিকার লঙ্ঘন হবে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড সদস্য মোঃ ফজলুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ আইয়ুব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম ও ২ নং ওয়ার্ড সদস্য কাসন প্রাং। আলোচনা সভায় বক্তব্য রাখেন নিডা সোসাইটি পরিচালক প্রোগ্রাম মোঃ জিল্লুর রহমান, মোছাং শারমিন খাতুন, উপজেলা ফ্যাসিলেটর আলিয়া পারভিন, আরো অনেকেই।


















