নাটোরে চেকপোস্ট পরিচালনা করে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
 
																
								
							
                                - আপডেট সময় : ১৯৮ বার পড়া হয়েছে
নাটোরে চেকপোস্ট পরিচালনা করে গাঁজা সহ মাদক ব্যবসায়ী থেকে গেফতার র্যাব। জানা যায় গতকাল র্যাব -৫ সিপিসি নাটোর ক্যাম্প কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট সাঈদ মাহমুদ সাদান এর নেতৃত্বে জেলার নলডাঙ্গা থানার ব্রহ্মপুর ইউপির আবদানপুর শ্রীপতিপাড়া ব্রীজ চাওখালি বাজার হতে ফুলতলা বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে শুকনো গাঁজা এক কেজি মোবাইল দুইটি সিম কার্ড তিনটি মোটরসাইকেল একটি সহ আসামি মিজানুর রহমান (৩২ ) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি নলডাঙ্গা থানার পশ্চিম মাধনগর কাজীপাড়া গ্রামের মৃত আলহাজ্ব মতিউর রহমান এর ছেলে।
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানায় সে জব্দকৃত আলামত গাজা সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীতে ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহন করছে বলে জানান গ্রেফতারকৃত আসামি পেশাদার মাদক ব্যবসায়ী সে দীর্ঘদিন যাব্ৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামিকে জেল হততে প্রেরণ করা হয়েছে।
 
																			



















