ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo চট্রগ্রামের মেরিন ড্রাইভ থেকে সাড়ে ৪ কোটি টাকার মদ ও বিয়ার জব্দ Logo ডামুড্যায় শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস পালিত Logo শেরপুরে প্রতিপক্ষের হামলায় আহত হাজী আব্দুর রহিম-এর মৃত্যু Logo নবীনগরে সার্বজনীন গ্রুপের ফ্রি উদ্যোক্তা ও অলরাউন্ডার প্রশিক্ষণের উদ্বোধন Logo শৈলকুপায় সরকারি গাছ কেটে নিলো বিএনপি নেতা! Logo ডামুড্যায়  সড়ক দুর্ঘটনায়  গৃহবধূর মৃত্যু  Logo ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন Logo বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ঈশ্বরগঞ্জে রিক্স সমিতির উদ্যোগে  মহান মে দিবস পালিত  Logo কোম্পানীগঞ্জে বাইতুল আমান আর্দশ সমাজ ফুটবল প্রিমিয়ার লীগের মুকুট উঠল নীল সেনাদের মাথায়

নাটোরে জাতির শেকড় সন্ধানী ঔপন্যাসিক শফীউদ্দীন সরদারের ৯০তম জন্মদিন পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

নাটোরে জাতির শেকড় সন্ধানী ঔপন্যাসিক শফীউদ্দীন সরদারের ৯০তম জন্মদিন পালন করা হয়। গতকাল দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কথা সাহিত্য শফিউদ্দিন সরদার ফাউন্ডেশন এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা এ‍্যাডভোকেট আব্দুল ওয়াব এর সভাপতিত্বে জাতির শেকড় সন্ধানী ঔপন্যাসিক শফীউদ্দীন সরদারের ৯০তম জন্মদিন পালন  উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।

 

সাংবাদিক শহিদুল সরকারের সঞ্চালনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক উপমন্ত্রী এ‍্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পুলিশের ডিআইজি (এটিইউ) এ জেড এম নাফিউল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক, ইসলামিক ষ্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, শফীউদ্দীন সরদারের ছেলে শহীদুল ইসলাম ও মেয়ে অবসর প্রভাষক শামসুন্নাহার বেগম,মেয়ে শামীমা নার্গিস, জেলা বিএনপির সদস্য সচিব, আসাদুজ্জামান আসাদ, সাবেক মেয়র কাজী শাহ আলম,জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ‍্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সাবেকু ওসি আহসান হাবিব, ইউনাইটেড প্লেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন খান  এ‍্যাডভোকেট খগেন্দ্রনাথ,রায়,   ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেররির সাধারণ সম্পাদক আলতাব হোসেন,আলো নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলাসহ, বিভিন্ন পর্যায়ের সুধি ও গুনিজনেরা বক্তব্য রাখেন।

সভায় বক্তাগনেরা বলেন, শফীউদ্দীন সরদার বাংলার নব জাগরনের মুসলমানদের উৎস অনুসন্ধান করে গৌরবোজ্জ্বল অতীতকে তাঁর ১৬টি উপন্যাসের মাধ্যমে তুলে ধরেছেন। তাই তাঁকে জাতির শেকড় সন্ধানী ঔপন্যাসিক বলা হয়। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৫৪টি। নন্দিত কথাসাহিত্যিক ছাড়াও তিনি ছিলেন রাণীভবানী সরকারি কলেজ, বানেশ্বর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষসহ তিনি ছিলেন সফল শিক্ষাবিদ এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। বিগত সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাকে সম্মাননা ও পদক প্রদান করলেও রাষ্ট্রীয় কোন স্বীকৃতি প্রদান করা হয়নি। শফীউদ্দীন সরদারকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের অনুরোধ জানান বক্তারা।

বাংলার ইতিহাসের অন্যতম নায়ক ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজির বঙ্গবিজয় থেকে ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলনসহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ের ইতিহাস তিনি সুনিপুন লেখনির মাধ্যমে উপস্থাপন করেছেন। সঠিক তথ্য ও ইতিহাস নির্ভর ১৬টি উপন্যাস হচ্ছে-বখতিয়ারের তলোয়ার, গৌড় থেকে সোনার গাঁ, যায় বেলা অবেলায়, বিদ্রোহী জাতক, বারপাইকার দূর্গ, রাজবিহঙ্গ, শেষপ্রহরী, প্রেম ও পূর্ণিমা, বিপন্ন প্রহর, সূর্যাস্ত, পথ হারা পাখি, বৈরী বসতি, অন্তরে প্রান্তরে, দাবানল, ঠিকানা এবং অবৈধ অরণ্য।

দেশ সেরা কবি আল্ মাহমুদের ভাষায় ‘শফীউদ্দীন সরদার বাংলাদেশের সমকালীন সাহিত্যে এক বিচিত্র অভিজ্ঞতা নিয়ে উপস্থিত হয়েছেন। যিনি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মুসলিম বীরত্বগাঁথার মহান উপস্থাপক। তিনি আমাদের সবচেয়ে বিশ্বস্ত কথা শিল্পী শফীউদ্দীন সরদার এক সময় চলনবিল অঞ্চলের ঐতিহ্যবাহী লোকগাঁথা সংগ্রহে ব্যাপক কাজ করেছিলেন। সেসময় তিনি খুঁজে পেয়েছিলেন মাদারের গান, যোগীগান, পদ্মপূরাণ, ভাষাণ গান, নৌকা বাইচের গান, বিয়ের গান ইত্যাদি। এসব লোকগীতিকে আশ্রয় করেই তিনি রচনা করেছিলেন অন্যতম উপন্যাস চলনবিলের পদাবলী।

তিনি শিশু-কিশোরদের জন্য রূপকথাও লিখেছেন। তাঁর অন্যতম রূপকথার নাম সুলতানার দেহরক্ষী। শফীউদ্দীন সরদারের লেখক সত্তার সবচাইতে শক্তিশালী অবস্থান দেখা যায় রম্য রচনায়। রামছাগলের আব্বাজান এবং চার চান্দের কেচ্ছা নামে তাঁর দুটি রম্যরচনা রয়েছে। শফীউদ্দীন সরদার তৎকালীন রাজশাহী বেতারের নাটক বিভাগের পরিচালক, প্রযোজক এবং অভিনেতা ছিলেন। তাঁর শতাধিক নাটক রাজশাহী বেতারে প্রচারিত হয়। এমনকি কি তিনি ক্ষেতে খামারে নামের বিপুল জনপ্রিয় একটি সাপ্তাহিক অনুষ্ঠানও পরিচালনা করতেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে জাতির শেকড় সন্ধানী ঔপন্যাসিক শফীউদ্দীন সরদারের ৯০তম জন্মদিন পালিত

আপডেট সময় : ১২:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

 

নাটোরে জাতির শেকড় সন্ধানী ঔপন্যাসিক শফীউদ্দীন সরদারের ৯০তম জন্মদিন পালন করা হয়। গতকাল দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কথা সাহিত্য শফিউদ্দিন সরদার ফাউন্ডেশন এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা এ‍্যাডভোকেট আব্দুল ওয়াব এর সভাপতিত্বে জাতির শেকড় সন্ধানী ঔপন্যাসিক শফীউদ্দীন সরদারের ৯০তম জন্মদিন পালন  উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।

 

সাংবাদিক শহিদুল সরকারের সঞ্চালনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক উপমন্ত্রী এ‍্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পুলিশের ডিআইজি (এটিইউ) এ জেড এম নাফিউল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক, ইসলামিক ষ্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, শফীউদ্দীন সরদারের ছেলে শহীদুল ইসলাম ও মেয়ে অবসর প্রভাষক শামসুন্নাহার বেগম,মেয়ে শামীমা নার্গিস, জেলা বিএনপির সদস্য সচিব, আসাদুজ্জামান আসাদ, সাবেক মেয়র কাজী শাহ আলম,জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ‍্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সাবেকু ওসি আহসান হাবিব, ইউনাইটেড প্লেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন খান  এ‍্যাডভোকেট খগেন্দ্রনাথ,রায়,   ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেররির সাধারণ সম্পাদক আলতাব হোসেন,আলো নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলাসহ, বিভিন্ন পর্যায়ের সুধি ও গুনিজনেরা বক্তব্য রাখেন।

সভায় বক্তাগনেরা বলেন, শফীউদ্দীন সরদার বাংলার নব জাগরনের মুসলমানদের উৎস অনুসন্ধান করে গৌরবোজ্জ্বল অতীতকে তাঁর ১৬টি উপন্যাসের মাধ্যমে তুলে ধরেছেন। তাই তাঁকে জাতির শেকড় সন্ধানী ঔপন্যাসিক বলা হয়। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৫৪টি। নন্দিত কথাসাহিত্যিক ছাড়াও তিনি ছিলেন রাণীভবানী সরকারি কলেজ, বানেশ্বর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষসহ তিনি ছিলেন সফল শিক্ষাবিদ এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। বিগত সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাকে সম্মাননা ও পদক প্রদান করলেও রাষ্ট্রীয় কোন স্বীকৃতি প্রদান করা হয়নি। শফীউদ্দীন সরদারকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের অনুরোধ জানান বক্তারা।

বাংলার ইতিহাসের অন্যতম নায়ক ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজির বঙ্গবিজয় থেকে ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলনসহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ের ইতিহাস তিনি সুনিপুন লেখনির মাধ্যমে উপস্থাপন করেছেন। সঠিক তথ্য ও ইতিহাস নির্ভর ১৬টি উপন্যাস হচ্ছে-বখতিয়ারের তলোয়ার, গৌড় থেকে সোনার গাঁ, যায় বেলা অবেলায়, বিদ্রোহী জাতক, বারপাইকার দূর্গ, রাজবিহঙ্গ, শেষপ্রহরী, প্রেম ও পূর্ণিমা, বিপন্ন প্রহর, সূর্যাস্ত, পথ হারা পাখি, বৈরী বসতি, অন্তরে প্রান্তরে, দাবানল, ঠিকানা এবং অবৈধ অরণ্য।

দেশ সেরা কবি আল্ মাহমুদের ভাষায় ‘শফীউদ্দীন সরদার বাংলাদেশের সমকালীন সাহিত্যে এক বিচিত্র অভিজ্ঞতা নিয়ে উপস্থিত হয়েছেন। যিনি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মুসলিম বীরত্বগাঁথার মহান উপস্থাপক। তিনি আমাদের সবচেয়ে বিশ্বস্ত কথা শিল্পী শফীউদ্দীন সরদার এক সময় চলনবিল অঞ্চলের ঐতিহ্যবাহী লোকগাঁথা সংগ্রহে ব্যাপক কাজ করেছিলেন। সেসময় তিনি খুঁজে পেয়েছিলেন মাদারের গান, যোগীগান, পদ্মপূরাণ, ভাষাণ গান, নৌকা বাইচের গান, বিয়ের গান ইত্যাদি। এসব লোকগীতিকে আশ্রয় করেই তিনি রচনা করেছিলেন অন্যতম উপন্যাস চলনবিলের পদাবলী।

তিনি শিশু-কিশোরদের জন্য রূপকথাও লিখেছেন। তাঁর অন্যতম রূপকথার নাম সুলতানার দেহরক্ষী। শফীউদ্দীন সরদারের লেখক সত্তার সবচাইতে শক্তিশালী অবস্থান দেখা যায় রম্য রচনায়। রামছাগলের আব্বাজান এবং চার চান্দের কেচ্ছা নামে তাঁর দুটি রম্যরচনা রয়েছে। শফীউদ্দীন সরদার তৎকালীন রাজশাহী বেতারের নাটক বিভাগের পরিচালক, প্রযোজক এবং অভিনেতা ছিলেন। তাঁর শতাধিক নাটক রাজশাহী বেতারে প্রচারিত হয়। এমনকি কি তিনি ক্ষেতে খামারে নামের বিপুল জনপ্রিয় একটি সাপ্তাহিক অনুষ্ঠানও পরিচালনা করতেন।