নাটোরে জেলা পরিষদের অর্থায়নে অর্থবছরে জেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
নাটোরে জেলা পরিষদের অর্থায়নে অর্থ বছরে জেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিষদ নাটোরের আয়োজনে জেলা পরিষদ নাটোর প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত, শামীম ভুইয়া এর সভাপতিত্বে জেলা পরিষদের অর্থায়নে ২০২৪-২৫ অর্থ বছরে জেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আসমা শাহীন। কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এই শিক্ষাবৃত্তে আসলে একটা টাকার অ্যামাউন্ট এর মধ্যে সীমাবদ্ধ না শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি এটা একটা অনুপ্রেরণা ভবিষ্যতে আরো শিক্ষা বৃত্তির পাওয়ার সুযোগ হবে এটাই কিন্তু শেষ না অনার্সের রেজাল্ট উপরেও কিন্তু শিক্ষাবৃত্তি পাওয়া যায় স্কলারশিপ নিয়েও কিন্তু দেশের বাইরে লেখাপড়া করা যায়। আমি অন্যায়ের কাছে মাথা নত করব না আমাকে সৎ পথে চলতে হবে এবং স্বপ্ন পূরণের জন্য সামনের দিকে তোমাদের এগিয়ে যেতে হবে এই শিক্ষাবৃত্তি একটি শিক্ষার্থীদের একটি অনুপ্রেরণা স্বরূপ যা পরবর্তী শিক্ষাজীবনে উৎসাহ জোগাবে তোমাদের সৎ ভাবে চলতে হবে মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ, উচ্চমান সহকারী জেলা পরিষদ সীমা খাতুন, জেলা পরিষদ অফিস সহায় হাফিজুর রহমান সহ শিক্ষার্থী অভিভাবক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
নাটোর জেলার সাতটি উপজেলার মোট ৮১ জন কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে ১০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। চেক শিক্ষার্থীদের মাঝে তুলে দেন প্রধান অতিথি।