ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo বেওড়া বা ভেলা ভাসান উৎসব: লোক ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও মিলনমেলা Logo আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার হলেও বাকিরা ডিমলায় প্রকাশ্যে ঘুরছেন Logo উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার Logo মোংলা সমুদ্র বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা বাড়ছে Logo পুঠিয়ায় কলা বাগান থেকে মিললো যুবকের লাশ Logo নুরাল পাগলের ভক্ত রাসেল হত্যায় ৪ হাজার আসামীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২ Logo নিজ সন্তানের বিরুদ্ধে অভিযোগ মায়ের, ইউএনও’র অভিযানে যুবকের জেল Logo নওগাঁয় তারেক রহমানের ৩১ দফা, নতুন প্রজন্মের জন্য অঙ্গীকার Logo নওগাঁয় ধামুইরহাটে কালভার্ট ভেঙে জনদুর্ভোগ Logo নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

নাটোরে ‘দুর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টার অবস্থান শক্ত’ সাইফুল্লাহ পান্না

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ২০৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে স্যারের (প্রধান উপদেষ্টার) অবস্থান শক্ত। যারা এখন দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন বা থাকার চেষ্টা করছেন এগুলো আমরা সুন্দরভাবে তদারকি করছি। যেগুলোর অ্যাকশন নেওয়া হচ্ছে। যারা দুর্নীতি করার চেষ্টা করছেন তাদেরকে সাবধান করে দেবেন। এ প্রক্রিয়া চলমান থাকবে।

গত রোববার ২৩ ফেব্রুয়ারি দুপুরে নাটোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রওশন আলীর সভাপতিত্বে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না বলেন, অনেকে মনে করেন সরকার কয়েকদিন আছে, তারপর চলে যাবে। সরকারের ৬টি সংস্কার পরিকল্পনা রয়েছে। আরও ৫-৭ টা সংস্কার পরিকল্পনা তৈরি করেছে। আগামীতে এই সরকার বা যেই সরকারই আসুক তাদের এগুলো বাস্তবায়ন করতে হবে। কারণ এই সংস্কারের কথাগুলো হলো জনমানুষের কথা।সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য হলো- বিনা বাধায় সার্ভিস পাবে। অর্থাৎ অফিসেও আসতে হবে না। সাধারণ গতানুগতিক কাজ করে দেবেন, জনগণকে ঘোরানোর দরকার নেই। এগুলো ডিজিটাল করার চেষ্টা করা হচ্ছে যাতে জনগণ ঘরে বসেই সার্ভিসগুলো পেয়ে যায়। এ বছর ১০ লাখ মেট্রিক টন চাল আমদানি করতে হয়েছে। এবার ধানের দামটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে কৃষকরা উদ্বুদ্ধ হয়ে যাতে মৌসুমে বোরো ধানের আবাদ ভালোভাবে করতে পারে। চালের উৎপাদনের সঙ্গে আমিষের যোগান সহ অন্যান্য বিষয়গুলো তৎপরতার সঙ্গে খেয়াল রাখতে হবে।

প্রধান অতিথি আরও বলেন, এ সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ। আগের সরকার (আ.লীগ সরকার) দেড় বছরের ঋণের সুদ পেমেন্ট করেনি। এ সরকার এসে ধীরে ধীরে ঋণের সুদগুলো দেওয়া শুরু করেছে। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম আসমা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ শামীম ভূঁইয়া,,সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সনজয় কুমার সরকার সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সাংবাদিক গনেরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে ‘দুর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টার অবস্থান শক্ত’ সাইফুল্লাহ পান্না

আপডেট সময় :

নাটোরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে স্যারের (প্রধান উপদেষ্টার) অবস্থান শক্ত। যারা এখন দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন বা থাকার চেষ্টা করছেন এগুলো আমরা সুন্দরভাবে তদারকি করছি। যেগুলোর অ্যাকশন নেওয়া হচ্ছে। যারা দুর্নীতি করার চেষ্টা করছেন তাদেরকে সাবধান করে দেবেন। এ প্রক্রিয়া চলমান থাকবে।

গত রোববার ২৩ ফেব্রুয়ারি দুপুরে নাটোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রওশন আলীর সভাপতিত্বে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না বলেন, অনেকে মনে করেন সরকার কয়েকদিন আছে, তারপর চলে যাবে। সরকারের ৬টি সংস্কার পরিকল্পনা রয়েছে। আরও ৫-৭ টা সংস্কার পরিকল্পনা তৈরি করেছে। আগামীতে এই সরকার বা যেই সরকারই আসুক তাদের এগুলো বাস্তবায়ন করতে হবে। কারণ এই সংস্কারের কথাগুলো হলো জনমানুষের কথা।সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য হলো- বিনা বাধায় সার্ভিস পাবে। অর্থাৎ অফিসেও আসতে হবে না। সাধারণ গতানুগতিক কাজ করে দেবেন, জনগণকে ঘোরানোর দরকার নেই। এগুলো ডিজিটাল করার চেষ্টা করা হচ্ছে যাতে জনগণ ঘরে বসেই সার্ভিসগুলো পেয়ে যায়। এ বছর ১০ লাখ মেট্রিক টন চাল আমদানি করতে হয়েছে। এবার ধানের দামটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে কৃষকরা উদ্বুদ্ধ হয়ে যাতে মৌসুমে বোরো ধানের আবাদ ভালোভাবে করতে পারে। চালের উৎপাদনের সঙ্গে আমিষের যোগান সহ অন্যান্য বিষয়গুলো তৎপরতার সঙ্গে খেয়াল রাখতে হবে।

প্রধান অতিথি আরও বলেন, এ সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ। আগের সরকার (আ.লীগ সরকার) দেড় বছরের ঋণের সুদ পেমেন্ট করেনি। এ সরকার এসে ধীরে ধীরে ঋণের সুদগুলো দেওয়া শুরু করেছে। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম আসমা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ শামীম ভূঁইয়া,,সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সনজয় কুমার সরকার সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সাংবাদিক গনেরা।