নাটোরে দ্যা ইউনাইটেড হাসপাতালের শুভ উদ্বোধন

- আপডেট সময় : ২৬৫ বার পড়া হয়েছে
নাটোরে দ্যা ইউনাইটেড হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে চকরামপুর মহল্লায় প্রচুর হোটেলের সামনে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদ মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন,
“নাটোরের সাধারণ মানুষ যেন এই হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা সেবা পায়, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথি দাউদ মাহমুদ বলেন, “হাসপাতালটিকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে এটি নাটোরবাসীর আস্থা ও সেবার প্রতীক হয়ে ওঠে।”
্দ্যা ইউনাইটেড হাসপাতালের পরিচালক রোকনুজ্জামান জানান, “অসহায় ও দরিদ্র মানুষের জন্য একটি বিশেষ ফান্ড গঠন করা হয়েছে। এছাড়া বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে সঠিক ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক আসাদুজ্জামান শামীম, পরিচালক জামিল হোসেন, পরিচালক শুকুর আলী, পরিচালক জলিল হোসেন, পরিচালক শাহিন হোসেন সহ আরো অনেকেই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক্তার রোগী ও সাধারণ মানুষ নারী পুরুষ।