নাটোরে পত্রিকার সম্পাদকের হাত ভেঙ্গে দিলো দুবৃত্তরা

- আপডেট সময় : ১২:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় দুবৃত্তদের মারপিটে দুই হাত হাত ভেঙ্গে দেয়। রোববার ৬ এপ্রিল দুপুরের দিকে সদর উপজেলার চন্দ্রকলা বাজারে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।
সাজেদুল ইসলাম সেলিম নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক এবং তিনি সদর উপজেলার চন্দ্রকলা কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক এবং তার বাড়ি সদর উপজেলায় পন্ডিত গ্রাম এলাকায়। সম্পাদক সাজেদুল ইসলাম সেলিম জানান, রোববার দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় চন্দ্রকলা বাজারে পৌছাঁলে কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেল গতিরোধ করে। পরে তারা
সাজেদুল কে পাশের একটি চায়ের স্টলে ডেকে নিয়ে তার কাছে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে হকিস্টিক ও বাটাম দিয়ে অতর্কিতভাবে বেদম মারপিট করে ফেলে রেখে যায়। এসময় দুবৃত্তদের মারপিটে তার দুই হাত ভেঙ্গে দেয়। যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে কলেজে না আসার জন্য হুমকি দেয়। পরে কলেজের সহকর্মী আহত সাজেদুলকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন তথ্য সূত্রে জানা যায় সম্প্রতি কলেজের নতুন ম্যানেজিং কমিটি গঠন নিয়ে উত্তেজনা চলছিল।
নাটোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. পলাশ কুমার সাহা বলেন, রোগীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতে তার হাত ভেঙে গেছে। তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়।