নাটোরে প্রাইভেট কার তল্লাশি করে পাওয়া গেল ৩৭ লাখ টাকা

- আপডেট সময় : ০২:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
নাটোরের সিংড়ায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নিবার্হী প্রকৌশলী পরিচয়দানকারী সাবিউল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করেছে পুলিশ। এসময় গাড়িটি জব্দ করা হয়।
গতকাল রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে টাকা ও গাড়ি জব্দ করে পুলিশ। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, সিংড়ার ইউএনও মাজাহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সিংড়া সার্কেল সনজয় কুমার সরকার, নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি). আসমাউল হক এবং সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে যায়।
নিবার্হী প্রকৌশলী সাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে গাইবান্ধায় এলজিইডির নিবার্হী প্রকৌশলী হিসাবে কর্মরত। তার আদি বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে।
সিংড়া থানার কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, বৃহস্পতিবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে একটি কালো ব্যাগ ভর্তি টাকা দেখতে পায় পুলিশ। এসময় পুলিশ গাড়ির আরোহীর পরিচয় জানতে চাইলে তিনি গাইবান্ধার এলজিইডির নিবার্হী প্রকৌশলী বলে পরিচয় দেন। এতে সন্দেহ হলে প্রাইভেটকার, টাকাসহ আরোহী সাবিউল ও চালককে আটক করেন।এসময় সিংড়া উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িতে থাকা ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করেন। এবং প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।
ওসি আরও বলেন, জব্দকৃত টাকার মধ্য ৩০ লাখ জমির বিক্রির টাকা বলে জানান ওই আরোহী। পরে গুনে ৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা বেশি পাওয়া যায়। জব্দকৃত টাকাগুলো আদালতে পাঠানো হয়েছে।