সংবাদ শিরোনাম ::
নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ৯৭ বার পড়া হয়েছে
নাটোরে ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব, ইতিহাস ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি ও বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত। সকালে আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করে শহরে প্রধান প্রধান সড়ক পদক্ষেন করে কানাই খালী পুরাতন বাস টার্মিনালে শেষ হয়।
গতকাল সোমবার ১লা সেপ্টেম্বর দুপুরে কানাইখালি পুরাতন বাস টার্মিনালে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এর সভাপতিত্বে বিশাল সমাবেশে প্রধান অতিথি বিএমপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ও মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্যে বলেন
বাংলাদেশের বিএনপি দলের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার। বেগম জিয়াসহ অসংখ্য নেতাকর্মীকে জেলে দিয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির নেতা দুলু বলেন,আওয়ামীলীগ ভেবেছিল বিএনপি নিঃশেষ হয়ে যাবে। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয়তাবাদী বিএনপি বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনপ্রিয় বড় রাজনৈতিক দল বিএনপি।যারা নাটোরে রাকিব রায়হান, সুজন, সালাম নানুর বাবুকে হত্যা করেছে, তাদেরকে ক্ষমা করা হবে না। বিএনপির নাম ভাঙিয়ে নাটোরে যারা চাঁদাবাজি করবে তাদেরকেও রেহাই দেওয়া হবে না।
প্রধান অতিথি দুলু আরও বলেন, সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন কেন্দ্র করে একটি দল ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়েত ইসলামী তাই জামায়েত ইসলামী সম্পর্কে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া জনসমাবেশে তিনি বেগম জিয়াও তারেক রহমানের পক্ষে নেতা কর্মীদের উদ্দেশ্যে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাবের সার্বিক পরিচালনায় জনসমাবেশে বক্তব্য দেন- সাবেক এমপি সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্বোধক অধ্যাপক কাজী গোলাম মোশের্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জেলা বিএনপির সদস্য সচিব প্রধান বক্তা আসাদুজ্জামান আসাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান খান বাবল চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ‘র যুগ্ম আহ্বায়ক মিজানুর হক ডিউক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক দাউদার আলী দাউদ , জেলা বিএনপির সদস্য . শহিদুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মহিলা দলের সভাপতি বেগম সুফিয়া হক, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মহিলা দলের সিনিয়র সভাপতি সুফিয়া খানম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।