ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo জাজিরার বিলাশপুরে ককটেল দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ Logo অসুস্থ নবজাতকের চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড  Logo বাগেরহাটের মোড়েলগন্ঞ্জে বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ  Logo প্রশংসায় ভাসছে শ্রীপুরের ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদ Logo দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে : রাশেদ খাঁন Logo মানিকগঞ্জে অবৈধ  লেগুনার কবলে প্রাইভেট কার লন্ডভন্ড Logo সিলেটে লন্ডন প্রবাসী তয়ফুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ Logo মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন Logo নরসিংদীতে জেলা যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo ইসলামপুরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল 

নাটোরে বিএনপির সমাবেশে হামলা, বুলবুলসহ আহত ৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ৩৫৯ বার পড়া হয়েছে

আহত একব্যক্তিকে হাসপাতালে পাঠাচ্ছে পুলিশ : ছবি সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে বিএনপির সমাবেশ চলাকালে দুর্বৃত্তদের হামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৮ নেতাকর্মী আহত হয়েছেন। এসময় জেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু আহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে শহরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনের অভিযোগ বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিল। জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু সমাবেশে যাওয়ার সময় আলাইপুরে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে শহিদুল ইসলাম বাচ্চুর হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।

তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিএনপির কার্যালয়ের সামনে আওয়ামী লীগের কর্মীরা সমাবেশে হামলা চালায়। এতে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলসহ আরও চারজন আহত হন। এসময় হামলাকারীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিএনপির অভিযোগ অস্বীকার করে জানান, বিএনপির সমাবেশে হামলার ঘটনায় আওয়ামী লীগের কোনো কর্মী জড়িত নন। আওয়ামী লীগ কখনও সন্ত্রাসী কর্মকান্ডে বিশ্বাসী না এবং বিএনপির কোন সভা-সমাবেশ বন্ধের পক্ষে নয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, তিনজনকে কুপিয়ে জখম করার খবর শুনেছেন। সকাল থেকেই তিনিসহ পুলিশ সদস্যরা বিএনপির কার্যালয়ের সামনে ছিলেন। তবে সমাবেশে হামলার কোনো ঘটনা ঘটেনি। অন্য কোথাও ঘটেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে বিএনপির সমাবেশে হামলা, বুলবুলসহ আহত ৮

আপডেট সময় : ০৭:২৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে বিএনপির সমাবেশ চলাকালে দুর্বৃত্তদের হামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৮ নেতাকর্মী আহত হয়েছেন। এসময় জেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু আহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে শহরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনের অভিযোগ বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিল। জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু সমাবেশে যাওয়ার সময় আলাইপুরে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে শহিদুল ইসলাম বাচ্চুর হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।

তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিএনপির কার্যালয়ের সামনে আওয়ামী লীগের কর্মীরা সমাবেশে হামলা চালায়। এতে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলসহ আরও চারজন আহত হন। এসময় হামলাকারীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিএনপির অভিযোগ অস্বীকার করে জানান, বিএনপির সমাবেশে হামলার ঘটনায় আওয়ামী লীগের কোনো কর্মী জড়িত নন। আওয়ামী লীগ কখনও সন্ত্রাসী কর্মকান্ডে বিশ্বাসী না এবং বিএনপির কোন সভা-সমাবেশ বন্ধের পক্ষে নয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, তিনজনকে কুপিয়ে জখম করার খবর শুনেছেন। সকাল থেকেই তিনিসহ পুলিশ সদস্যরা বিএনপির কার্যালয়ের সামনে ছিলেন। তবে সমাবেশে হামলার কোনো ঘটনা ঘটেনি। অন্য কোথাও ঘটেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।