নাটোরে ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
নাটোরে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গনভোট আয়োজন সহ ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭ অক্টোবর সোমবার বিকেলে নাটোর শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর শহরের কানাই খালি কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয় । পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে । এসময় সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমীর ড. নুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার নায়েবী আমীর অধ্যাপক ইউনুস আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সাধারণ সম্পাদক সাদিকুর রহামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা সহকারী সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রাসেল, বাংলাদেশ জামায়েত ইসলামী জেলা শাখার সহ সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ সহ নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন জামায়াতে ইসলামীর এই ৫ দফা আজ জাতীয় দাবীতে পরিণত হয়েছে। এই ৫ দফা দাবী অন্তবর্তী কালীন সরকার কে মানতে হবে। দাবী না মানলে আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।



















