নাটোর দুই উপজেলা নির্বাচিত হলেন যারা
- আপডেট সময় : ০১:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে
নাটোরের গুরুদাসপুর উপজেলা ও বড়াইগ্রাম উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে গুরুদাসপুর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী মোল্লা। তিনি ঘোড়া মার্কা প্রতীকের প্রার্থী নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তার প্রাপ্ত ভোট ২০,৩৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দী আনারস প্রতীকের প্রার্থী আতিয়ার রহমান পেয়েছেন ১৯,৯০৩ ভোট। অপর প্রার্থী সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ১৯,৭৫৯ ভোট।
একই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতিকের প্রার্থী শরিফুল ইসলাম ২২,৩৫৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতিকের মোছাঃ সাহিদা আক্তার মিতা ২৯,২৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোয়াজ্জেম হেসেন বাবলু। তিনি আনারস প্রতিক নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। তার প্রাপ্ত ভোট ৪০,২৪৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতিকের প্রার্থী আনিছুর রহমান পেয়েছেন ২৪,৬৩৪ ভোট। উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতিকের প্রার্থী রেজাউল করিম ৪৫,৬৮৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতিকের চামেলী বেগম ৩১,২৭৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।