নাটোর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন

- আপডেট সময় : ০২:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩৫১ বার পড়া হয়েছে
ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ভবন উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, লেখনীর মাধ্যমে এলাকার উন্নয়নের দিক নির্দেশনা প্রদান করেন সংবাদমাধ্যম কর্মীরা। তাই দেশের উন্নয়নের ধারায় সাংবাদিকবৃন্দও অংশীদার। তাদের পেশাগত দক্ষতার উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানসহ সাংবাদিকবৃন্দের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার। সামনের দিনে এই ধারা আরো বেগবান হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ এবং নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, জেলা আওয়ামী লীগের সদস্য দিলীপ কুমার দাস, সিনিয়র সাংবাদিক এস এম সেদরুল হুদা ডেভিড ও এস এম মনজুর-উল-হাসান প্রমুখ। নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভবন উদ্বোধন কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান টুটুল।