নাটোর বড়াইগ্রাম উপজেলা ক্ষুদ্র -নৃ- গোষ্ঠীর আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

- আপডেট সময় : ৬৯ বার পড়া হয়েছে
সারা দেশের ন্যায় নাটোর বড়াইগ্রাম উপজেলার ক্ষুদ্র- নৃ- গোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন আন্তর্জাতিক আদিবাসী দিবস অনুষ্ঠিত।
গতকাল রোববার বিকেলে নিডা সোসাইটির আয়োজনে ইউক্যান বাংলাদেশের সহযোগিতায় বড়াইগ্রাম উপজেলা কুমরুল জোসেফ প্রাইমারি স্কুলে নিডা সোসাইটি নির্বাহী পরিচালক জাহানারা বিউটির সার্বিক পরিচালনায় বড়াইগ্রাম উপজেলা ক্ষুদ্র-নৃ- গোষ্টীর আর্থ সামাজিক উন্নয়ন আন্তর্জাতিক আদিবাসী
দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করা হয়েছে। কুমরুল জোসেফ প্রাইমারি স্কুলের সামনে থেকে একটি র্যালি বের করে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কুমরুল জোসেফ প্রাইমারি স্কুলের সামনে শেষ হয়। এবং সেখানে একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিজানুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি বড়াইগ্রাম উপজেলা পল্লী উন্নয়ন জুনিয়র অফিসার রফিকুল ইসলাম, বিশেষ অতিথি নিডা সোসাইটি পরিচালক প্রোগ্রামার অফিসার জিল্লুর রহমান, ও বিশেষ অতিথি বড়গ্রাম উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক তৃসান টপ্য। বক্তা গণেরা বড়াইগ্রাম উপজেলার ক্ষুদ্র- নৃ-গোষ্টীর আর্থ সামাজিক উন্নয়ন আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমাত্তার সার্থক প্রয়োগ নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরন প্রকল্পের বিষয়ের উপরে আলোচনা করেন।আরো উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা আদিবাসী- নৃ- গোষ্ঠীর নারী ও,পুরুষ সহ আরো অনেকেই।