সংবাদ শিরোনাম ::
নাটোর রাজবাড়ী রক্ষার দাবিতে স্বার্থ রক্ষা কমিটির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০২:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
ঐতিহাসিক ও সাংস্কৃতিক গৌরবের প্রতীক নাটোর রাজবাড়ী রক্ষার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে “নাটোর স্বার্থ রক্ষা কমিটি”। রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় শহরের মাদ্রাসামোড়ে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নাটোর রাজবাড়ীর মূল প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন দপ্তর এবং কিছু অসাধু সরকারি কর্মচারী ও তাদের পরিবার অবৈধভাবে বসবাস করছেন। সেখানে ভূমি অফিস, কর্মকর্তাদের কোয়ার্টার, দোকানপাট ও পিকনিকের রান্নাঘরের মতো অবকাঠামো গড়ে উঠেছে। বর্তমানে প্রায় ২০টি পরিবার রাজবাড়ীর স্থায়ী পুরাতন ভবনগুলোতে বসবাস করছে এবং নতুন টিনসেড বাড়িও নির্মাণ করা হয়েছে। এছাড়াও শতবর্ষী গাছপালা বিনষ্ট হচ্ছে এবং যথাযথ সংরক্ষণের অভাবে রাজবাড়ীর স্থাপত্যিক সৌন্দর্য ও ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক সানি উল ইসলাম, সোহেল রানা রাজীব, আল আমিন সহ অন্যান্যরা। নাটোর স্বার্থ রক্ষা কমিটির পক্ষে শেখ রিফাদ মাহমুদ সাংবাদিকদের বলেন, নাটোর রাজবাড়ী চত্বরে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা, এসিল্যান্ড কার্যালয়সহ বসবাসকারী পরিবার ও অবৈধ নির্মাণ দ্রততম সময়ে উচ্ছেদ এবং সংস্কারের মাধ্যমে ঐতিহ্যবাহী এই স্থাপনাটি পর্যটকদের জন্য উপযুক্ত করে তুলতে হবে।
তিনি আরো জানান, বিশ্বের অন্যান্য দেশের গ্লোবাল হেরিটেজের ন্যায় নাটোর রাজবাড়িকে একটি আধুনিক মানের ‘হেরিটেজ হোটেল’-এ রূপান্তরের পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে করে স্থানটি দেশি-বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠে এবং নাটোরের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
স্মারকলিপিতে তারা নাটোর রাজবাড়ীর চত্বরে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ, নাটোর রাজবাড়িকে একটি আধুনিক মানের ‘হেরিটেজ হোটেল’-এ রূপান্তরের পদক্ষেপ গ্রহণ এবং একটি পূর্ণাঙ্গ ঐতিহাসিক পর্যটন স্থান হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসকের নিকট ৩ দফা দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করেন।