সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

মো:আজিনুর রহমান, নালিতাবাড়ী (শেরপুর)
- আপডেট সময় : ১৭৮ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর)বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির পালন করা হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি,শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান।
মিছিলটি নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিত ছিলেন এসময় শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আনন্দ মিছিল শেষে আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঐতিহাসিক গুরুত্বের দিন হিসেবে উল্লেখ করে,দলীয় নেতাকর্মীদের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সোচ্চার থাকার আহ্বান জানান।