সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে মোবাইল কোর্টে সরকারী কোষাগারে ১ কোটি ১১ লক্ষ টাকা

মো. আজিনুর রহমান, নালিতাবাড়ী (শেরপুর )
- আপডেট সময় : ১৩ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৪ ইং জুলাই হতে ২০২৫ জুন পর্যন্ত ১ বছরে বালু সংক্রান্ত বিষয়ে উজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ডের আদায়কৃত ১ কোটি ১১ লক্ষ টাকা সরকারী কোষাগারে জমা হয়েছে।
উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি এর ফেইসবুক পেইজে ২১ জুলাই দেওয়া তথ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় অবৈধ উত্তোলিত বালু পরিবহনের দায়ে দুই শত প্লাস অভিযান পরিচালনা করা হয়েছে।মোবাইল কোর্ট পরিচালনা করেছেন ১৬৫ টি এতে মামলা হয়েছে ২৫৩ টি এবং কারাদন্ডাদেশ দিয়েছেন ৪৪ জনকে। এছাড়াও অর্থদণ্ড করা হয়েছে ১ কোটি ১১ লক্ষ টাকা।