নালিতাবাড়ীর আওয়ামী সিনিয়র সহ-সভাপতি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

- আপডেট সময় : ০৩:১৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১১নং বাঘবেড় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আ:সবুরকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (৭ মার্চ) দুপুরে ময়মনসিংহ শহরের জিলা স্কুল এলাকাস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।কোতোয়ালী থানার ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশ শহরের জিলা স্কুল এলাকায় আব্দুস সবুরের বাসায় অভিযান চালায়।এসময় ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহের কোতোয়ালি থানায় দায়েরকৃত বিষ্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আব্দুস সবুর নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বাঘবেড় ইউপি চেয়ারম্যান।এর আগে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি আরো একবার বাঘবেড় ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। সম্প্রতি তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের অধিকাংশ সদস্য তার অনিয়ম,দুর্নীতিসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন এবং সম্প্রতি এলাকাবাসী তাকে অপসারণ ও গ্রেপ্তারের জন্য মানব বন্ধন শেষে ইউএনও’র কাছে স্বারক লিপি দিয়েছিলেন। উল্লেখ্য-গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই নালিতাবাড়ীর এই আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গা ঢাকা দেন।