সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির বন্ধের দাবিতে মানববন্ধন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধনে সর্বস্তরের জনগণ অংশ নেন।
এসময় বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান সিন্ডিকেট,অনিয়ম ও অপকর্ম বন্ধের জোর দাবি জানান। অবিলম্বে সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করার জোর দাবিও জানানো হয়। সঠিক সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে ১৯টি দাবি তুলে ধরেন মানববন্ধনকারীরা। দাবি মেনে না নিলে সামনে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন সংগঠনের সদস্য, ভুক্তভোগী রোগী, সাধারণ জনতা, স্বেচ্ছাসেবী ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।