ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

নিউট্রিশন ক্লাবের সদস্যদের ফারমার্স হাব পরিদর্শন

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

পুষ্টিসমৃদ্ধ শহর গড়ার লক্ষ্যে দিনাজপুরের বিরলে গিরিধরপুর ফারমার্স হাব পরিদর্শন করলেন নিউট্রশন ক্লাবের সদস্যরা। সুখাদ্যে গড়ি, সুস্বাস্থ্যের আগামী এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৩০ এপ্রিল) প্রকল্পের নিউট্রশন ক্লাবের মেন্টর, শিক্ষকবৃন্দ ও সদস্যদের নিয়ে দিনাজপুর বিরল গিরিধরপুর ফারমার্স হাব পরিদর্শন করেন।

বিরল গিরিধরপুর ফারমার্স হাবের মালিক মো: শাহীনুর ইসলাম এবং নিউট্রিশন ক্লাবের সদস্যদের হাবের আওতায় উৎপাদিত ফসলের মাঠ পরিদর্শন ছাড়াও তারা চারা ও নিরাপদ উপায়ে পণ্য সরবরাহ ব্যপারে জানা সম্ভব হয়।

দিনাজপুর পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অফিস প্রাঙ্গণের ২৫ ধরণের উৎপাদিত ফসল দিয়ে তৈরি করা পুষ্টি বাগান পরিদর্শন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো: শেখ জিন্নাহ আল মামুন, সিনজেনটা ফাউন্ডেশন বাংলাদেশের নাইস প্রকল্পের ফিল্ড কোর্ডিনেটর মো: বদরুল আলম, ইএসডিও-নাইস প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রত্যয় চ্যাটাজি, ফিন্যান্স এন্ড এডমিন অফিসার মোঃ হোসেন আলী সাগর, নাইস প্রজেক্টের প্রজেক্ট অফিসার সুবর্না ইসলাম, মোঃ আব্দুল্লাহিল বারী ও মোঃ ইসমাইল হোসেনসহ প্রকল্পের উন্নয়ন কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউট্রিশন ক্লাবের সদস্যদের ফারমার্স হাব পরিদর্শন

আপডেট সময় : ০৭:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

 

পুষ্টিসমৃদ্ধ শহর গড়ার লক্ষ্যে দিনাজপুরের বিরলে গিরিধরপুর ফারমার্স হাব পরিদর্শন করলেন নিউট্রশন ক্লাবের সদস্যরা। সুখাদ্যে গড়ি, সুস্বাস্থ্যের আগামী এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৩০ এপ্রিল) প্রকল্পের নিউট্রশন ক্লাবের মেন্টর, শিক্ষকবৃন্দ ও সদস্যদের নিয়ে দিনাজপুর বিরল গিরিধরপুর ফারমার্স হাব পরিদর্শন করেন।

বিরল গিরিধরপুর ফারমার্স হাবের মালিক মো: শাহীনুর ইসলাম এবং নিউট্রিশন ক্লাবের সদস্যদের হাবের আওতায় উৎপাদিত ফসলের মাঠ পরিদর্শন ছাড়াও তারা চারা ও নিরাপদ উপায়ে পণ্য সরবরাহ ব্যপারে জানা সম্ভব হয়।

দিনাজপুর পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অফিস প্রাঙ্গণের ২৫ ধরণের উৎপাদিত ফসল দিয়ে তৈরি করা পুষ্টি বাগান পরিদর্শন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো: শেখ জিন্নাহ আল মামুন, সিনজেনটা ফাউন্ডেশন বাংলাদেশের নাইস প্রকল্পের ফিল্ড কোর্ডিনেটর মো: বদরুল আলম, ইএসডিও-নাইস প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রত্যয় চ্যাটাজি, ফিন্যান্স এন্ড এডমিন অফিসার মোঃ হোসেন আলী সাগর, নাইস প্রজেক্টের প্রজেক্ট অফিসার সুবর্না ইসলাম, মোঃ আব্দুল্লাহিল বারী ও মোঃ ইসমাইল হোসেনসহ প্রকল্পের উন্নয়ন কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।