নিকলীতে শাহ্পুর কিং এফসি এর উদ্দ্যেগে ফুটবল টুর্নামেন্ট-ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
ব্যাপক দর্শক সমাগমের এর মধ্য দিয়ে কিশোরগঞ্জে নিকলীতে শাহ্পুর কিং এফসি এর উদ্দ্যেগে ফুটবল টুর্নামেন্ট-২০২৪ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১অক্টোবর) বিকাল ৪ টার দিকে শাহ্পুর কিং এফসি আয়োজনে জারইতলা ইউনিয়ন রসুলপুর স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন শাহ্পুর কিং এফসি একাদশ vs হাবশ্বরদিয়া ফুটবল একাদশ,এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাবশ্বরদিয়া ফুটবল একাদশ ১-০ শাহ্পুর কিং এফসি একাদশ কে পরাজিত করে।
অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দকে সম্মানিত স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জারইতলা ইউনিয়ন বি.এন.পি আহব্বায়ক কামরুল ইসলাম ভূইয়া, এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাজী মাসুদ মিয়া।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহ্ মোঃ জাকির হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাজী মনিরুল ইসলাম, রসুলপুর হানিফ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক আসাদুজ্জামান বাদল,জারইতলা ইউনিয়ন বি.এন.পি সভাপতি মোঃ নূরুল ইসলাম, রসুলপুর হানিফ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জসীম উদ্দিন ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসহাক রানা,
নূরে আইন রিপন,কামরুল হাসান রিগেন,আফতাবুল আলম,শরাফত কামাল,আব্দুল জুমেল,পরিচালনা হিসেবে উপস্থিত ছিলেন অর্ণব ভূইয়া সিয়াম,মোঃ মারুফ মিয়া,মোঃ হিমন মিয়া,মোঃ আনার মিয়া,এনামুল হক বিজয় সহ অত্র এলাকার সাধারণ বাসিন্দারা। পুরস্কার বিতরনী অনুষ্ঠান প্রধান অতিথি তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খেলাধুলার মত ভাল এবং আনন্দময় সময় আর নেই। মন ও দেহ সুস্থ রাখতে সকলের খেলায় সম্পৃক্ত থাকা উচিৎ।