নিজ কন্যাকে ধর্ষণ মামলায় পাষণ্ড পিতা গ্রেপ্তার

- আপডেট সময় : ০১:২১:১২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৭ বার পড়া হয়েছে
নিজ কন্যাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত পিতা জয়নাল আবেদীন ওরফে জয়নালকে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার (৩০ জুন) রাতে তাকে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল এই অভিযান চালায়। পাষণ্ড জয়নালের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার ঝিকরজোড়া গ্রামে।
এজাহারসূত্রে জানা যায়, স্ত্রী বিদেশে থাকায় তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে জয়নাল নিজ বাড়িতে বসবাস করতো। তার বড় মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য সে নানা প্রলোভন দেখাতো। ২০২৪ সালের ১২ জুন রাতে ভিকটিমকে মেরে ফেলার হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে জয়নাল। পরবর্তীতে ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করায় সে অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। খবরটি জানতে পেরে তার ফুপু রহিমা তার গর্ভপাত ঘটায়। পরবর্তীতে ভিকটিমের দাদী জুমেলা বাদী হয়ে প্রথমে জয়নাল ও রহিমার বিরুদ্ধে আদালতে একটি অভিযোগ দায়ের করেন। পরে আদালতের নির্দেশে গত ১৮ এপ্রিল কিশোরগঞ্জ থানায় একটি মামলা রেকর্ড করা হয়। র্যাব জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, তাকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আদালতসূত্র জানায়, অপর অভিযুক্ত রহিমা বর্তমানে জামিনে রয়েছে।