নিয়ামতপুরে বিএনপি নেতাদের পুজামন্ডপ পরিদর্শন
- আপডেট সময় : ১৪৬ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে বিভিন্ন পূজা মণ্ড পরিদর্শন করেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নওগাঁ-১ আসনের সম্ভাব্য প্রার্থী মোস্তাফিজুর রহমান।
আজ রোববার বেলা সাড়ে ১০টায় উপজেলা সুনাম ধন্য প্রাচীন সর্বজনীন দুর্গা মন্দির হাজিনগর সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে শুরু করেন। এরপর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দুর্গামন্দির শিবপুর বারোয়ারী দুর্গা মন্দির পরিদর্শন করেন। পর্যায়ক্রমে উপজেলার হাজিনগর ও চন্দননগর ইউনিয়নের একাধিক মন্দিরে গিয়ে পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলী সরকার, নাজমুল হোসেন, আরিফ কাউসার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সিনিয়র যুগ্ন সম্পাদক সফিউল্লাহ সোনার, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহিন আলম, মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সহ-কোষাধ্যক্ষ গোলাম মোর্শেদ,সহ-শ্রম বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য সামাদ সোনারসহ হাজিনগর ও চন্দননগর ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করা আমাদের সবার দায়িত্ব। বিএনপি সব ধর্মের মানুষের নিরাপদ সহাবস্থানে বিশ্বাসী।
একই সময় নওগাঁ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এ্যাডভোকেট মাহমুদুস সালেহীন।
অপরদিকে বেলা ১০টায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দুর্গা মন্দিও শিবপুর বারোয়ারী দুর্গা মন্দিও পরিদর্শনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সাবেক সদস্য এ্যাডভোকেট মাহমুদুস সালেহীন। শিবপুর বারোয়ারী দুর্গা মন্ডির পরিদর্শনে শেষে হাজিনগর সার্বজনীন দুর্গা মন্দিও এরপর পর্যায়ক্রমে চন্দননগর ইউনিয়নসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সদস্য মুকলেসুর রহমান মুকুল, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ আইনুর রহমান, সাবেক সদস্য হাসানুজ্জামান বাবু, নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ হাসানুজ্জামান বাবু মাষ্টার, ভাবিচা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য এমদাদুল হক, শাহিন ইকবাল, আবু সায়েম আহমেদ, বজলুর রশীদ নিয়ামতপুর সরকারী কলেজের যুগ্ন সাধারণ সম্পাদক সাব্বির হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনের পূর্বেই মাহমুদুস সালেহীনসহ অতিথিরা তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট স্থানীয়দের মধ্যে বিতরণ করেন।

















