ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

নিয়ামতপুরে বিএনপি নেতার পুজামন্ডপ পরিদর্শন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ-১ ( নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি, নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী বলেছেন, বাংলাদেশে যুগ যুগ ধরে হিন্দু-মুসলিম সম্প্রদায় মিলেমিশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছে। তিনি বলেন, “আমাদের দেশ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দেশ। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের আনন্দ ভাগাভাগি করার ঐতিহ্য যুগ যুগ ধরে চলে আসছে।” আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে উল্লেখ করে ডাঃ ছালেক চৌধুরী বলেন, “যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, আমি ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চাইব।” তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার সময় বিএনপির নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। অতীতে বাবড়ি মসজিদ ভাঙার সময়ও বিএনপির নেতাকর্মীরা রাতভর পূজা মণ্ডপ পাহারা দিয়েছেন। তিনি যোগ করেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।”
গতকাল মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত ডাঃ মোঃ ছালেক চৌধুরী নিয়ামতপুর উপজেলার হাজিনগর ও চন্দননগর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। একইসঙ্গে তিনি ধানের শীষ প্রতীকের প্রচারণাও চালান।
এই সফরে তার সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হাসান মাহমুদ পাহিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও হাজিনগর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, খলিলুর রহমান, শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক নূরে আলম সুজা, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, কৃষি বিষয়ক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, নিয়ামতপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মঞ্জুর রহমান মঞ্জু, কার্য নির্বাহী সদস্য মোশারফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ সবুজ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন গাজী, নিয়ামতপুর সরকারী কলেজ ছাত্রদল সভাপতি বিদ্যুত মাহাতো নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হক নাজু।
ডাঃ ছালেক চৌধুরী বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখা জাতীয় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাঃ মোঃ ছালেক চৌধুরী প্রতিটি পুজা মন্ডপে বেশ কিছু সময় অবস্থান করেন, সকলের খোজ খবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিয়ামতপুরে বিএনপি নেতার পুজামন্ডপ পরিদর্শন

আপডেট সময় :

নওগাঁ-১ ( নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি, নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী বলেছেন, বাংলাদেশে যুগ যুগ ধরে হিন্দু-মুসলিম সম্প্রদায় মিলেমিশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছে। তিনি বলেন, “আমাদের দেশ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দেশ। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের আনন্দ ভাগাভাগি করার ঐতিহ্য যুগ যুগ ধরে চলে আসছে।” আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে উল্লেখ করে ডাঃ ছালেক চৌধুরী বলেন, “যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, আমি ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চাইব।” তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার সময় বিএনপির নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। অতীতে বাবড়ি মসজিদ ভাঙার সময়ও বিএনপির নেতাকর্মীরা রাতভর পূজা মণ্ডপ পাহারা দিয়েছেন। তিনি যোগ করেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।”
গতকাল মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত ডাঃ মোঃ ছালেক চৌধুরী নিয়ামতপুর উপজেলার হাজিনগর ও চন্দননগর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। একইসঙ্গে তিনি ধানের শীষ প্রতীকের প্রচারণাও চালান।
এই সফরে তার সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হাসান মাহমুদ পাহিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও হাজিনগর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, খলিলুর রহমান, শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক নূরে আলম সুজা, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, কৃষি বিষয়ক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, নিয়ামতপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মঞ্জুর রহমান মঞ্জু, কার্য নির্বাহী সদস্য মোশারফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ সবুজ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন গাজী, নিয়ামতপুর সরকারী কলেজ ছাত্রদল সভাপতি বিদ্যুত মাহাতো নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হক নাজু।
ডাঃ ছালেক চৌধুরী বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখা জাতীয় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাঃ মোঃ ছালেক চৌধুরী প্রতিটি পুজা মন্ডপে বেশ কিছু সময় অবস্থান করেন, সকলের খোজ খবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।