‘নির্বাচন বন্ধ করার জন্য এরা চেষ্টা করছে, বিএনপি নির্বাচন করবেই’
- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং সদ্য সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তোমাদের রাজনীতি করার লাইসেন্স দিয়েছিল বলে তোমরা রাজনীতি করতে পারছো। আর সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে রক্তচক্ষু দেখাবা, আর তোমাদের হুকুম আমরা মানবো, সেই স্বপ আর দেখো না।
গতকাল বুধবার সিরাজগঞ্জ শহরের রেলগেট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, ফিনিক্স পাখি, যে পড়ে গিয়েও আবার ওড়ে- যাদের এত চেষ্টা করেও হাসিনা দমাতে পারে নাই।
এসময় সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আগামী নির্বাচন বন্ধ করার জন্য এরা চেষ্টা করছে, কিন্তু বিএনপি নির্বাচন করেই ছাড়বে। এবং আপনাদের সমর্থন নিয়েই নির্বাচন করবে।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে একইদিন বিকেলে টুকুর সিরাজগঞ্জ আগমনকালে রাস্তায় আরও একাধিক জায়গায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়ায় এই গণসংবর্ধনার আয়োজন করা হয়।

















