নীলফামারীতে টাইফয়েড টিকাদান বিষয়ক জনসচেতনতা মূলক কর্মশালা
- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
টাইফয়েড প্রতিরোধ টিকাদান কার্যক্রম সফল করতে নীলফামারীর সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী জনসচেতনতা মূলক কর্মশালা। আজ রোববার নীলফামারী চৌরঙ্গির মোড় সিভিল সার্জন সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালাটি শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টিকাদান ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
সিভিল সার্জন আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডাক্তার আতিউর রহমান চেক, এস আই এমও(ডব্লিউ এইচও) ডাক্তার মিজানুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিকসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে নীলফামারী জেলাসহ সারাদেশ ব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। সেখানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু, কিশোর ও কিশোরীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।





















